1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত আত্রাইয়ে একরাতে একই সময়ে মিটার বক্স ভেঙে দু’টি মিটার চুরি রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন  তানোরে আতঙ্কের নাম ‘রাসেল ভাইপার’ উপস্বাস্থ্যকেন্দ্রে নেই প্রতিষেধক, কৃষকদের জীবনে ঝুঁকি ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন

তানোরে আগুনে ভস্মীভূত কীটনাশক দোকান 

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর প্রতিনিধি……………………………………………………..

রাজশাহীর তানোরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে মোটরসাইকেলসহ কীটনাশকের দোকান। উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর বাজারে  গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আগুনের সুত্রপাত নিশ্চিত করা যায়নি। তালন্দ ইউপির লালপুর বাজারের মেসার্স সাকিবা ও সরকার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ইউপি আওয়ামী লীগের সম্পাদক এবং সদস্য (মেম্বার) আবুল হাসান।

ইউপি সদস্য (মেম্বার) আবুল হাসানের ভাই ও লালপুর স্কুলের নৈশপ্রহরী মুতাহারুল হাকিম জানান, তিনি লালপুর স্কুলের নৈশ প্রহরী। ঘটনার দিন দিবাগত রাত দুই টার দিকে দোকানে তালা মারা দেখে গেছেন।  শুক্রবার ভোর ৫ টার দিকে চা দোকানী সামায়ন ভারতী দোকানের সামনে মটরে পানি নিতে এসে আগুন দেখতে পেয়ে খবর দেয়। সঙ্গে সঙ্গে  ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে দ্রুত  আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তার আগেই সবকিছু পুড়ে ছাই।

এদিকে আগুন নিয়ে সাধারণের মাঝে  মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। অন্যদিকে দোকানের মালিক আবুল হাসান বলেন, এটা পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে। তিনি এলাকায় নেই আর সেই রাতেই আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, তার দোকানে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন কোম্পানির কীটনাশক ছিল এবং গ্রাহকদের কাছে দোকানের বাঁকি ছিলো প্রায় ১৫ লাখ টাকা, যে খাতায় বাঁকি লিখা ছিল সেটিসহ নিজের ব্যবহৃত এপাসি আরটিআর মোটরসাইকেল, টিভি মনিটর পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, এলাকায় গিয়ে তিনি থানায় জিডি কিংবা অভিযোগ করবেন।

এদিকে সাধারণ মানুষের ভাষ্য, শকট- সার্কিট বা কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে। কারণ পুর্ববিরোধের জের ধরে যদি কেউ আগুন দেয়, তাহলে রাত দু’টার পর দোকানের তালা ভেঙে আগুন দেবার মতো ঝুঁকি নেয়া কতটা যুক্তিযুক্ত। আবার যদি কোনো দুর্বৃত্ত আগুন দেয় তাহলে তালা খোলার পর দোকানের মোটরসাইকেল ও মালামাল হাতিয়ে নেয়ার কথা, সেটাও হয়নি। এসব বিবেচনা করা হলে আগুনের সুত্রপাত শকট-সার্কিট বা কয়েল থেকে হবার সম্ভবনা উড়িয়ে নেওয়া যায় না।এছাড়াও দোকানের তালা খুলে দোকানে আগুন দেয়া নিয়ে সাধারণের মাঝে কানাকানি হচ্ছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, সবার বক্তব্য শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনই কিছুই বলা যাচ্ছে না। তবে যারাই জড়িত থাক তদন্তে বের করা হবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট