# মো: শাহাদত হোসেন খোকন, গাইবান্ধা প্রতিনিধি……………………………
গাইবান্ধাজেলার সুন্দরগঞ্জ উপজেলার ৬নং সর্বানন্দ ইউনিয়নের তালুক বাজিত ৭নং ওয়ার্ড অবস্থিত ধনিয়ারকুড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাটি নানাবিধ সমস্যায় জর্জরিত বলে প্রধান শিক্ষক মোঃ এন্তাজ আলী ঁজানয়িছেনে।
বিদ্যালয়টি ১৯৮১ সালে স্থাপিত হয়। মাদ্রাসাটির জমির পরিমান ৫৯ শতক। বর্তমানে ছাত্র/ছাত্রী সংখ্যা ২শ’ জন। শিক্ষক সংখ্যা ৫ জন। বিদ্যালয়টিতে আসবাবপত্র ও বিদ্যালয়ের ক্লাস পরিচালনার করা ঘর নেই। সেই কারণে ঘর নির্মান করা প্রয়োজন। শিক্ষকরা বিনা বেতনে দীর্ঘ দনি যাবত চাকুরী করে আসছে। এই প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা উপবৃত্তি, সহকারী সহায়তার বিস্কুট সহ সকল সুবিধা ভোগ করছে কিন্তু শিক্ষকরা বিনা বেতনে চাকুরী করে মানবেতর জীবন যাপন করছে।
তাই প্রতিকার চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছেন। এই মাদ্রাসাটি দ্রæত সময়ে এমপিও ভুক্ত করার জন্য। #