নিজেস্ব প্রতিবেদক, বাগমারাঃ
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতায় ভবানীগঞ্জ বাজারের কলেজ মোড়ে উভয় দপ্তরের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্তহীনতায় হতাশ হচ্ছেন এলাকাবাসী। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান না করায় রহস্যের সৃষ্টি হয়েছে সাধারন মানুষের মধ্যে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকার শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত অভিযোগপত্র রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চৌরাস্তা/কলেজ মোড়ে (আলীমুদ্দিনের মোড়) উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সরকারী সম্পত্তি রয়েছে। চলাচলের সরকারী রাস্তা সংকীর্ণ করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে। সেখানকার অবৈধ দখলদারদের উচ্ছেদে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। যানজট সৃষ্টি ও রাস্তার জায়গা অবৈধ ভাবে দখল করে এলাকার প্রভাবশালীরা বিভিন্ন ধরনের পাকা বাড়ি ও দোকানপাট নির্মান করে ভাড়া দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধী করছে।
ওই সকল অবৈধ দোকান পাট নির্মানের কারনে জনগনের দূর্ভোগ বেড়েছে। ওই চৌরাস্তাটিতে প্রতিদিনই কোন না কোন ধরনের গাড়ী দুর্ঘটনার শিকার হচ্ছে। এমন ঘটনার কারণে এলাকার শিক্ষার্থী ও সচেতন মানুষ সংঘবদ্ধ হয়ে অবৈধ স্থাপনা উচ্ছে ও রাস্তাটি জনসাধারনের চলাচলের পথ সুগম করতে বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জনসাধারনরে চলাচলের পথ সুগম করতে ভবানীঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, ফাজিল মাদ্রসা, মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীসহ এলাকার শতাধিক সচেতন মানুষ বর্তমান সরকারের উপদেষ্টা, বিভাগীয় কমিশনার রাজশাহী, জেলা প্রশাসক রাজশাহী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ নেয়ার চেষ্টা করলেও পরে রহস্যজনক কারণে তা বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকার প্রভাবশালী মহলটি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে গোপনে আঁতাত করার কারনেই অবৈধ দখলদারদের উচ্ছেদে গড়িমসি করা হচ্ছে। প্রথম দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা গ্রহন করলেও এখন তা ঝিমিয়ে পড়েছে। একারণেই সাধারন মানুষের মধ্যে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে উপজেলা প্রশাসনের ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা গুলোতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন।
যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আসলে আমাদের জায়গা গুলোতে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে।
অপর দিকে যোগাযোগ করা হলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গার সাথে উপজেলা প্রশাসনের জায়গা সম্পৃক্ত থাকার কারণে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগীতা পেলে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগনের চলাচলের রাস্তা প্রশস্ত করা হবে।#