1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২০ মে ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী  মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: রাষ্ট্রপতি স্বাচিপ রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর  ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান ভারত বাংলাদেশ চুক্তির বাস্তবতা নেই : মরণফাঁদ ফারাক্কার কারণে রাজশাহীর পদ্মা এখন মরুভুমি শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নয়ন খানএর গণসংযোগ বাঘায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মনিরুল গ্রেপ্তার রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ- দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে আছে সান্টু

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে পল্লী বিদ্যুতের ভূতুরে বিলে অতিষ্ঠ গ্রাহক

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: ইমরান
# মোহাঃ ইমরান আলী, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থকে.ে…………………..

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুরে বিলে অতিষ্ঠ শিবগঞ্জ উপজেলাবাসী। উপজেলা প্রায় গ্রাহকের বিদুৎ বিলের কপিতে নিজের মনগড়া লাগামহীন বিল তৈরি নির্দিষ্ট সময়ে বিল পরিশোধ করতে বলেছে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিস। শনিবার সকালে লাগামহীন বিল দেখে অতিষ্ঠ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলাবাসী। অনেকে অতিরিক্ত বিল দেখে কানসাটে অবস্থিত শিবগঞ্জ জোনাল অফিসে গিয়ে বিলের কপি সংশোধন করছেন।

ভুতুড়ে বিলের কারণে গুণতে হচ্ছে প্রকৃত বিলের চেয়ে দুই থেকে তিনগুণ অতিরিক্ত টাকা। বিশেষ করে চলতি মাসের তৈরি ভূতুরে বিল নিয়ে হয়রানির শিকার হচ্ছেন উপজেলার হাজার হাজার গ্রাহক। অভিযোগ উঠেছে, মিটার রিডার বাড়ি বাড়ি না গিয়েই ইচ্ছে মতো রিডিং বসানোর কারণেই এমন ঘটনা ঘটেছে। এতে করে গ্রাহকদের অতিরিক্ত চার্জ গুণতে হচ্ছে। বিগত কয়েক মাসের তুলনায় মে মাসে হঠাৎ বিলের পরিমাণ দুই থেকে তিনগুণ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যুৎ বিলের কপি হাতে পেয়ে গ্রাহকরা অভিযোগ জানালে পল্লী বিদ্যুৎ অফিস আগামী মাসে সমন্বয় করা হবে বললেও এমন আশ্বাসে আস্থা রাখতে পারছেন না গ্রাহকরা। গ্রাহকদের মতে পল্লী বিদ্যুৎ একবার যে বিলের বোঝা গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেয় তা বিভিন্ন নিয়ম দেখিয়ে আদায় করেই ছাড়ে।

 

এদিকে, ভূতুরে বিল দেখে সামাজিত যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সতর্কতা বার্তা নিয়ে কানসাট ইউনিয়নবাসীকে সোচ্চার হওয়ার আহŸান জানানো হয়েছে বেশ কয়েকটি আইডি থেকে। যা খাইরুল ইসলাম নামে একটি আইডি সহ বেশ কয়েকটি আইডিতে একই স্ট্যাটাস প্রকাশ করা হয়। সেই সাথে গণমাধ্যমকর্মীদের কটাক্ষ করা হয়।

 

খাইরুল ইসলাম নামে একটি আইডিতে প্রকাশিত স্ট্যাটাস হুবহুব তুলে ধরা হলো- “সতর্কতা বার্তা” কানসাট একালাবাসি, কানসাট জোনাল পল্লি বিদ্যুৎ এর ডিজিএম স্যার, কে উদ্দেশ্য হিসেবে বলছি, মানুষকে হয়রানি করা বন্ধ করেন, কানসাট এ প্রত্যেকের বাড়ীর কারেন্ট বিল বাড়ানো হয়ছে সেটা কানো? কানসাট এর মানুষ অনেক ভালো আছে, ভালো থাকতে দেন, কিন্তু খারাপ হতে বাধ্য করিয়েন না। আপনি অতি শীঘ্রই সমাধান করেন, কারেন্ট বিলের না হলে আমার অন্য কিছু করতে বাধ্য হবো, আসুন আমরা সবাই মিলে এর প্রতিরোধ করি। বন্ধ করি পল্লী বিদ্যুৎ এর দূর্নীতি। আর এখন কই সাংবাদিকরা? এখানে টাকা খেয়ে বসে আসেন নাকি। যে নিউজ করেন না, আপনারা নামে সাংবাদিক, কাজে না।”

এদিকে, কানসাট, শ্যামপুর, মোবারকপুর, বিনোদপুর, দাইপুখুরিয়া, চককীর্ত্তি, শাহবাজপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের তৈরি করা লাগামহীম ভূতুরে বিলের তথ্য। যা পুরো উপজেলবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। লাগামহীন এই ভুতুরে বিলের কারণে সাধারণ মানুষের পকেট থেকে লাখ লাখ টাকা ছিনিয়ে নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

অনুসন্ধানে জানা গেছে, শিবগঞ্জ জোনাল অফিসের অধীনস্থ প্রায় ৭৭ হাজার গ্রাহক। যা প্রায় মিটিারের রিডারগণ দুই থেকে তিন গুণ রিডিং বেশি লিখে বিল তৈরি করে গ্রাহকদের বাড়ি-বাড়ি পৌঁছে দিয়েছে। জানা গেছে বর্তমানে আবাসিক ক্ষেত্রে ১-৭৫ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের দর ধরা হয়েছে ৪ দশমিক ১৯ টাকা, ৭৫-২০০ ইউনিট পর্যন্ত ৫ দশমিক ৭২ টাকা, ২০১-৩০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা। এইভাবে ক্রমাগত ভাবে দর নির্ধারণ করে বিল তৈরি করছে শিবগঞ্জ জোনাল অফিস। লক্ষ্য করা গেছে, সাধারণ গ্রাহকদের পরিবারে সর্ব নি¤œ বিদ্যুৎ যদিও ব্যবহার করে তা ২৫/৩০ কিংবা ৩০/৩৫ ইউনিট। কিন্তু এসব পরিবারের মিটারগুলোর দুই থেকে তিন গুণ বিল বাড়িয়ে দিয়ে বিল দিতে বাধ্য করছে শিবগঞ্জ জোনাল অফিস।

আজমল আলী নামে এক গ্রাহক গাণিতিক হিসাব করে জানান, আমার বাড়িতে প্রতি মাসে ৫০-৭৫ ইউনিটের মতো ব্যবহার হয়। কিন্তু এই মাসে আমার বিলের কপি ২৫০ ইউনিট উল্লেখ্য করে বিলের কপি দিয়েছে। অথচ আমার মিটারে ১০০ ইউনিট বেশি দেখেছে। এতে আমার অনেক টাকা জরিমানা দিতে হচ্ছে। শুধু আমার মিটারের ক্ষেত্রে নয়, আমার এলাকার প্রতি মিটারের একই অতিরিক্ত বিল তৈরি করেছে। এছাড়া তিনি আরো বলেন, আমি বিদ্যুৎ অফিস গিয়ে হয়তো বিল সংশোধন করে নিতে পারো।

 

কিন্তু যারা সচেতন নয়, তাদের কি হবে। আমাদের এলাকা সাধারণ মানুষ এসব বুঝবে না। না বুঝেই বিল পরিশোধ অনেকে করেছেন। হয়তো আগামী মাসে আমাকে বা অন্যকে ৩৫ ইউনিটের বিল দিতে হচ্ছে। দেখা গেছে, ১-৭৫ ইউনিটের বিল পরের মাসগুলো সমন্বিত ভাবে আসলো কিন্তু মে মাসের বিলের আদায়কৃত টাকা কিভাবে সমন্বয় করবে? এখন লক্ষ্য করেন, আমি ২৫০ ইউনিটের বিল পরিশোধ করলাম ঠিক আছে। পরের মাসে বিল আসলো ৭৫ ইউনিট। প্রতি ইউনিট ৪ দশমিক ১৯ টাকা হারে ১-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল পরিশোধ করলাম। আর পরবর্তীতে ৭৫-২০০ ইউনিট পর্যন্ত ৫ দশমিক ৭২ টাকা, ২০১-৩০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা দিতে হচ্ছে। তাহলে আমার কাছ থেকে যে অর্থ আদায় করা হলো সে টাকা কি আমাকে আর ফেরত দিবে বিদ্যুৎ অফিস?

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোঃ গোলাম সারওয়ার মোদের্শ জানান, জুন-জুলাই মাসকে সামনে রেখে আমাদের বিলগুলো তৈরি করতে তারিখ এগিয়ে নেয়া হয়। সে জন্য হয়তো কিছু কিছু মিটারের বিল বেশি লেখা হয়েছে। এছাড়া অনেকের বয়েকা বিল থাকার জন্য তাদের বিলে বাড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু আমরা ইচ্ছে করে বিলগুলো বৃদ্ধি করিনি। যাদের বিলের কপি বেশি বিল লেখা তা হয় তো ভূলবসত লেখা হয়েছে।

তিনি আরো জানান, আপনারা সচেতন ব্যক্তি, আপনার জানামতে এবং আপনাদের আশপাশের যাদের বিল বেশি লেখা হয়েছে তাদের অফিসে পাঠানো জন্য অনুরোধ করছি। তাদের বিল সংশোধন করে দয়ো হব।ে #
এডটি: আরজা/৫

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট