
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ আল্লাহ কে নিয়ে কটুক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৮নভেম্বর) বাদ জুমা পত্নীতলাবাসীর ব্যানারে নজিপুর বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিকারী বাউল আবুল সরকারকে অবিলম্বে ফাঁসি দেওয়ার জোর দাবি জানান। তারা বলেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো বাউল বা কোন ব্যক্তি আল্লাহ, রাসুল ও কুরআন সম্পর্কে কটূক্তি করার সাহস না পায়। বক্তারা বলেন, বাউল আবুল সরকার শুধু আল্লাহকে নিয়েই কটূক্তি করেননি, তিনি কুরআনের সুরা নাস নিয়েও বিভিন্ন ধরনের ব্যঙ্গ করেছেন, কুরআনের দৃষ্টিতে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বক্তব্য রাখেন, মুফতী মুস্তাফিজুর রহমান বাঘমার, পত্নীতলা মাও: আনোয়ার হোসেন, মুফতি মুস্তাফিজুর রহমান , মাওঃ মুফতি মনিরুল ইসলাম ,, ক্বারী ফজলুর রহমান, মাও: আবু হানিফ তজী, মাও: সাব্বির আহমাদ,মাও: যোবায়ের, মাও: বরকতুল্লাহ,মাও: জহুরুল, মাও: হেলাল,মাও: আহমাদুল্লাহ,মাও: সাকিব, মোফাচ্ছেল হক , আখতার ফারুখ, রিপন, মারুফ মোস্তফা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা। #