আনজুমা ইসরাত ইমু বদরুন্নেসা প্রতিনিধি….
সরকারি সড়কে ব্যারিকেড বসিয়ে যানচলাচল নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে ভুল মনে করছেন বিশেষজ্ঞ টিম। যোগাযোগ বিশেষজ্ঞ ড.শামসুল হক বলেন, নিরাপত্তার অযুহাত তুলে তারা অন্যান্য সড়কে বিশৃঙ্খলা তৈরি করে বাড়াচ্ছেন জন ভোগান্তি,যা আদালতে টিকবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছেন, অভ্যাসগত দের হয়রানি করে নেতিবাচক প্রভাব ফেলছে বুদ্ধিবৃত্তিক চর্চায়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে, নিরাপত্তা সদস্যদের সাথে পথচারীদের তর্ক বির্তক চোখে পরে প্রতিদিন। কেননা গত ১৩ ডিসেম্বর থেকে হুট করে যানচলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি কর্মদিবসে বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১০ টা অব্দি ক্যাম্পাস এলাকায় চলতে দেওয়া হচ্ছে না সাধারণ গাড়ি। একি বিধিনিষেধ ছুটির দিনে বেলা ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, এম্বুলেন্স, পুলিশ ও গণমাধ্যম ছাড়া ফিরিয়ে দেওয়া হচ্ছে বাকিদের কে।
এ এলাকায় যানচলাচল বাধা দেওয়ায় বিপাকে পড়েছেন, ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউট ও বিএসএমএমইউ বার্ডেমে যাতায়াত কারিরা৷ ভোগান্তিতে পড়ছেন, হানিফ ফ্লাই-ওভার ও মেট্রোরেল স্টেশন ব্যাবহার কারিরাও। সচেতন শিক্ষকদের মতে, মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলা সমাধান নয়। ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর জন্য অন্য কোনো যৌক্তিক ব্যাবস্থা নেওয়ার আহবান তাদের।#