1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত আত্রাইয়ে একরাতে একই সময়ে মিটার বক্স ভেঙে দু’টি মিটার চুরি রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন  তানোরে আতঙ্কের নাম ‘রাসেল ভাইপার’ উপস্বাস্থ্যকেন্দ্রে নেই প্রতিষেধক, কৃষকদের জীবনে ঝুঁকি ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন  ধোবাউড়ার ষ্টেডিয়াম চৌরাস্তা (সদর বিলপাড়) ভায়া রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত দু’ কিলো মিটার মাটির সড়কে ভোগান্তির শেষ নেই

বাঘায় এক বাজারে মুদি দোকানের শার্টার কেটেচুরি

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি ঃ বাঘায় এক বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে শার্টার কেটে মালামাল চুরি ঘটনা ঘটেছে। শনিবার (৩১-৮-২০২৪) দিবাগত রাতে বাঘা পৌর এলাকার নারায়নপুর বাজারে অসিম স্টোরে চুরির এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাজারে ৪জন নৈশ প্রহরি রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে,অসিম কুমার সা বাজারে একজন বড় ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠানটি ৪রুম বিশিষ্ট। সামনের রুমের শার্টার কেটে ২৫ কেজি ওজনের ২বস্তা মসুর ডাল,১০ কেজি ওজনের ৭বস্তা আটা,২০০ মিলির ৩০ পিচ প্যারাস্যুট তৈল ৩০ পিচ বেলি ফুল তৈল,৫ লিটারের সোয়াবিন তৈর ২ পিচ,২লিটারের ২পিচ,কনডেন্স মিল্ক ৯পিচ(মিলি),চকলেট ৫জার,তারকাটা ৬বক্স সহ পঞ্চাশ হাজার টাকার উপরে মালামাল চুরি করে নিয়ে যায়।

অসিম স্টোরের স্বত্তাধিকারি অসিম কুমার সা জানান, শনিবার রাত ২টা ২০ মিনিটে নেশ প্রহরি জাহেরুদ্দিন ও এলাহিবক্স তার বাড়িতে গিয়ে চুরির বিষয়টি জানায়। রাত আড়াইটার সময় দোকানে এসে দেখেন সামনের রুমের একটি শার্টার কেটে মালামাল চুরি করে নিয়ে গেছে। ভেতর থেকে আরেকটি রুমের শার্টাার কাটার চেষ্টা করে কাটতে পারেনি। বিষয়টি তাৎক্ষনিক থানায় ও বাজার কমিটির সভাপতি সম্পাদককে জানান।

তিনি জানান, বাজারে ৪জন নৈশ প্রহরি আছে। তার ব্যবসা প্রতিষ্ঠানের এরিয়ায় থাকেন মোহাম্মদ আলী। জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী জানান,ঝনঝন শব্দ শুনে অসিমের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাওয়ার পর ৩জন লোক দৌড় দিয়ে মেইন সড়কের পূর্ব পাশের পুকুর পাড় দিয়ে চলে যায়।

আরেক নৈশ প্রহরি এলাহি বক্সের ভাষ্য, পলাশ এর ফলের দোকানের গলি দিয়ে মেইন সড়কের পশ্চিমে চলে যায়। তাদের দাবি,ওই সময় কোন মালামাল তাদের কাছে ছিলনা। আর মালিকের দাবি নৈশ প্রহরির টের পাওয়ার আগেই চুরি যাওয়া মামলাল ভ্যান গাড়িতে নিয়ে গেছে।

সরেজমিন রোববার(১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গিয়ে দেখা যায়, বাঘার নারায়নপুর হয়ে পাকুড়িয়া য়াতায়াতের মেইন সড়কের ২০ হাত পশ্চিমে বিভিন্ন পণ্যর বড় ব্যবসা প্রতিষ্ঠানটি অসিমের । সেখানে ছোট যান যাতায়াতের বড় একটি গলি রয়েছে। বাজার কমিটির সাধারন সম্পাদক আমজাদ খান জানান,চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান,অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট