# জিয়াউল কবীর (স্টাফ রিপোর্টার)…………………………………………………………………
রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আমাদের মহান স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও এদেশের মানুষের প্রকৃত মুক্তি আসেনি, উন্নত রাষ্ট্র গঠন সম্ভব হয়নি। যা আমাদের জন্য দু :খ ও লজ্জাজনক। দেশ স্বাধীন হয়েছিল এমন একটি রাষ্ট্র পেতে; যেখানে মানুষের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে। কিন্তু এর বিপরীতে সাম্প্রতিক বছরগুলোতে মানুষের মতপ্রকাশের অধিকার নানাভাবে সঙ্কুচিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) নগরীর সোনাদিঘি মোড়ে আরইউজে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। বক্তব্য রাখেন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল কবির স্বপন, সাংবাদিক রায়হান ইসলাম রনি, সাংবাদিক মশিউর রহমান, কোরবান আলী শাওন, সাগর শেখ জীবন, মাহবুব রহমান, মিজ্জাক আলী প্রমুখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, মহান স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও এদেশের মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি। দেশ স্বাধীন হয়েছিল এমন একটি রাষ্ট্র পেতে; যেখানে মানুষের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে। কিন্তু এর বিপরীতে সাম্প্রতিক বছরগুলোতে মানুষের মতপ্রকাশের অধিকার নানাভাবে সঙ্কুচিত হয়েছে। তিনি বলেন, কিছু মানুষ সব ক্ষেত্রে সীমাহীন স্বাধীনতা ভোগ করছে। অন্যদিকে বেশির ভাগ মানুষের গণতন্ত্র চর্চার পথ প্রায় রুদ্ধ। অথচ স্বাধীনতার ৫৩ বছরে আমাদের একটি উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে পারত। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবব্ধ হওয়ার আহবান জানান তিনি।
প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ বলেন, এ দেশে নতুন চেতনার বিকাশ ঘটিয়ে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। তবেই বৈষম্য দূর হবে। সব নাগরিকের ন্যায্য গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে বলে যৌথ অভিমত ব্যক্ত করা হয়।#