পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২১ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার (২১ মে) পঞ্চগড় সদর উপজেলার জয়ধর ডাঙ্গা বড়বাড়ি সীমান্তে ভোররাতে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে পুশ-ইন করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ এবং ১৩ জন শিশু রয়েছে। জয়ধরভাঙ্গা বিওপির টহল দল সীমান্তে সন্দেহজনক চলাচল দেখে তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস ও কাজ করছিলেন। সম্প্রতি গুজরাট রাজ্যে আটক হওয়ার পর বিমানযোগে তাদের কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বাসযোগে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।
ঘটনার পর বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে শিশুদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “বিএসএফ অবৈধভাবে নারী-শিশুসহ ২১ জনকে আমাদের সীমান্ত দিয়ে পাঠিয়েছে। আমরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছি এবং জানতে চেয়েছি, কেন আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পুশ-ইন করা হলো।
সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।” উল্লেখ্য, ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন, কোম্পানি ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ #