1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব, সংহতি ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিক জুয়েল আহমেদের  রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ শহীদ জিয়ার দলকে বিজয়ী করবে: এডভোকেট শামসুর রহমান শিমুল পত্নীতলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৩ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” নাচোলে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত গোদাগাড়ীর কাকনহাটে সিএনজি চালক অপহরণ ও চাঁদার অভিযোগ, সিএনজি চলাচল বন্ধ তানোরে উদযাপিত হলো পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস ২০২৫ তানোরে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা কয়েরদাঁড়া রাজশাহী আয়োজিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম জন্মবার্ষিকী ও  বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লা গ্রন্থের মোড়ক উন্মোচন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: শনিবার বিকেল ৫টায় বক্ষব্যাধি হাসপাতাল রাজশাহীর সম্মেলন কক্ষে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, কবিতা, গান এবং শেকড় সন্ধানী, ইতিহাস গবেষক ও কবি মুহাম্মদ জোহরুল ইসলাম রচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লার জীবনী গ্রন্থ * প্রচারবিমুখ গেরিলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লা *জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন  করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্ষব্যাধি হাসপাতাল রাজশাহীর সুপারিন্টেন্ডেন্ট ডা:মুহা:মুজিবুর রহমান। প্রধান অতিথি কবি গবেষক লেখক, অধ্যক্ষ(অব:) তসিকুল ইসলাম রাজা। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: হামিদুল হক, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো :রোকনুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগ রাজশাহীর সভাপতি মর্জিনা পারভীন সহ সভাপতি নুরজাহান সরকার রাজশাহী কলেজের অধ্যাপক অব:মো: একরামুল হক, মন্ডুমালা কলেজ তানোর রাজশাহীর সহকারী অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম, বক্ষব্যাধি হাসপাতাল রাজশাহীর সেবা তত্বাবধায়ক মোসা: শাহনাজ পারভীন, বীর মুক্তিযোদ্ধা মো:জামালউদ্দীন, আরডিএ মার্কেট রাজশাহীর সভাপতি ফরিদ মাহমুদ হাসান, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বইবন্ধু মো:আমিনুল হক রিন্টু।

অতিথি বৃন্দকে ফুল ও বই দিয়ে বরণ করেন জননীর সভাপতি লতারাণী মহন্ত, সাধারণ সম্পাদক রিজিয়া খাতুন, নুরজাহান খাতুন জুলি,জোস্না পারভীন। কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মো:আব্দুর রহমান স্বাগত বক্তব্য রাখেন জননীর প্রতিষ্ঠাতা বইবন্ধু মো: আমিনুল হক রিন্টু।

অতিথির মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো:হামিদুল হক, লেখক মুহাম্মদ জোহরুল ইসলাম, সহকারী পরিচালক রোকনুজ্জামান, আরডিএ মার্কেট সমিতির সভাপতি ফরিদ মাহমুদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লা প্রধান অতিথি তসিকুল ইসলাম রাজা।

এছাড়া অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জননী গ্রন্থাগার এর উপদেষ্টা সামশুন নাহার রুবি সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সভাপতি আব্দুস সাত্তার, জননী সাংস্কৃতিক একাডেমির সভাপতি জামিল মোল্লা আলাপন সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুস সামাদ, জননী নাট্য চর্চা কেন্দ্রের সভাপতি সেলিম রেজা, সহসভাপতি তাহারিমা খাতুন, ডাইঙ্গের হাট মহিলা কলেজ পবা রাজশাহীর অধ্যক্ষ আসলাম আলি, লক্ষন ঘোষ,আবুল হোসেন, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বেলালউদ্দিন, কবি মন্জিলা শরিফ ,কবি হাবিবুল ইসলাম তোতা,কবি ওয়ালিউল,কবি রহমত, কবি রোজি দিপিকা প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন যথাক্রমে মো:শাহিন আলী, শ্রী রতন ভট্টাচার্য, মেহেদী হাসান মান্না,আহসান হাবীব,কবি মুসলেহা সুলতানা,কবি সোহেল রানা জীবন,কবি শামিমা নাইস,কবি দিপালী রাণী সরকার, কবি সেঁজুতি রহমান,কবি কাবেরী সাহা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিদ্যা বোস,আমজাদ আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো :শফিকুল ইসলাম ও মো:আমজাদ আলী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট