মো: শাহাদাৎ হোসেন খোকন/মোছাঃ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে…
নলডাঙ্গা সাদুল্যাপুর উপজেলার একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ স্থান ও ব্যাবসয়িক কেন্দ্র বটে। াশক্ষা দীক্ষায় এগিয়ে আছে নলডাঙ্গ। সরকারি ও বেসরকারি ও ব্যাক্তিগত পর্যায়ে অসংখ্য স্কুল কলেজ, মাদ্রাসা গড়ে উঠেছে। এএলাকায় শিক্ষার হারও সন্তোষজনক। যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে ভাল। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছেও ব্যাপকভাবে।নলডাঙ্গায় প্রথম শ্রেণির রেল স্টেশন ও রয়েছে। যে কারণে দৈনিক হাজার হাজার মানুষ এজনপদের উপর দিয়ে চলাচল করে। এছাড়াও নলডাঙ্গাকে পৌরসভায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সবদিক বিবেচনা করে নলডাঙ্গাকে অচিরেই উপজেলা ঘোষণা করা উচিত।এ দাবি নলডাঙ্গাবাসির প্রাণের দাবি।
গাইবান্ধা জেলার নলডাঙ্গা ফায়ার সার্ভিস ডাকবাংলো ভবন নির্মাণ করা প্রয়োজন। নলডাঙ্গা একটি ঐতিহাসিক স্হান। এখানে তুলসী লাহিড়ী জন্মস্থান ছেড়া তাঁর ও দুঃখনী নামে ২ টি নাটক ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে, ছেঁড়া তার ও পথের পথিক ১৯৪৮ সালে নাটকটি রচয়িতা হয়।
নলডাঙ্গা একটি ফায়ার সার্ভিস ও ডাকবাংলো, একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন । নলডাঙ্গা থেকে সাদুল্যাপুর দূরত্ব ১১ কিলোমিটার নলডাঙ্গা থেকে সাদুল্যাপুর হাসপাতালে যেতে অনেক সময় রোগীর মৃত্যু ঘটে, তাই নলডাঙ্গায় সরকারীভাবে ৫০ বেডের হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন।
নলডাঙ্গা যেহেতু ব্যবসায়িক কেন্দ্র সেহেতু এখানে ৪ হাজার অধিক দোকানপাট রয়েছে। সঙ্গত কারণে নলডাঙ্গা বাণিজ্যিক এলাকায় জানমালের নিরাপত্তার জন্য, নলডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্যা জমি অধিকরণ করা অতীব প্রয়োজন। নলডাঙ্গায় বহুতল বিশিষ্ট ডাকবাংলো ভবন নির্মাণ করা প্রয়োন বলে এলাকাবাসি মনে করে। ভবন না থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ ভ্রমণ করে আসা অতিথিদের নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই নলডাঙ্গা সরকারী হাসপাতাল ফায়ার সার্ভিস ও ডাকবাং লো ভবন নির্মাণ করা প্রয়োজন। এখন নলডাঙ্গা এলাকাবাসির উপজেলা ঘোষণা প্রাণের দাবি।সংশ্লিষ্ট মন্ত্রণালয় জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এবং প্রশাসন বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নলডাঙ্গাকে উপজেলা হিসেবে ঘোষণা অচিরেই দিবেন বলে গাইবান্ধাবাসির আত্ম বিশ্বাস। #