1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে অসহায় ১০০ মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ  চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের শিবাখালী গ্রামের রাস্তা পাকা করার দাবী ২১ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগে রাসিকে দুদকের অভিযান গাইবান্ধার  নলডাঙ্গাকে উপজেলা ঘোষণা এলাকাবাসির প্রাণের দাবি গোদাগাড়ীতে বিএমডিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ মুড়িকাটা পেঁয়াজের দামে হতাশ চাষীরা , আমদানি বন্ধের দাবিতে স্বারকলীপি  তানোরে বিএমডিএর কার্যালয় ঘেরাও সড়ক অবরোধ ও বিক্ষোভ বিচারপতির কাছে চাঁদা দাবি করায় ফুলছড়ি যুবদল নেতা গ্রেফতার নরসিংদীর পলাশে লাঠির আঘাতে একজনের মৃত্যু পত্নীতলায় পৃথক আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গাইবান্ধার  নলডাঙ্গাকে উপজেলা ঘোষণা এলাকাবাসির প্রাণের দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: শাহাদাৎ হোসেন খোকন/মোছাঃ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে…

নলডাঙ্গা সাদুল্যাপুর উপজেলার একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ স্থান ও ব্যাবসয়িক কেন্দ্র বটে। াশক্ষা দীক্ষায় এগিয়ে আছে নলডাঙ্গ। সরকারি ও বেসরকারি ও ব্যাক্তিগত পর্যায়ে অসংখ্য স্কুল কলেজ, মাদ্রাসা গড়ে উঠেছে। এএলাকায় শিক্ষার হারও সন্তোষজনক। যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে ভাল। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছেও ব্যাপকভাবে।নলডাঙ্গায় প্রথম শ্রেণির রেল স্টেশন ও রয়েছে। যে কারণে দৈনিক হাজার হাজার মানুষ এজনপদের উপর দিয়ে চলাচল করে। এছাড়াও নলডাঙ্গাকে পৌরসভায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সবদিক বিবেচনা করে নলডাঙ্গাকে অচিরেই উপজেলা ঘোষণা করা উচিত।এ দাবি নলডাঙ্গাবাসির প্রাণের দাবি।

গাইবান্ধা  জেলার নলডাঙ্গা ফায়ার সার্ভিস ডাকবাংলো ভবন নির্মাণ করা প্রয়োজন। নলডাঙ্গা একটি ঐতিহাসিক স্হান। এখানে তুলসী লাহিড়ী জন্মস্থান ছেড়া তাঁর ও দুঃখনী নামে ২ টি নাটক ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে, ছেঁড়া তার ও পথের পথিক ১৯৪৮ সালে নাটকটি রচয়িতা হয়।

নলডাঙ্গা একটি ফায়ার সার্ভিস ও ডাকবাংলো, একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন । নলডাঙ্গা থেকে সাদুল্যাপুর দূরত্ব ১১ কিলোমিটার নলডাঙ্গা থেকে সাদুল্যাপুর হাসপাতালে যেতে অনেক সময় রোগীর মৃত্যু ঘটে, তাই নলডাঙ্গায় সরকারীভাবে ৫০ বেডের হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন।

নলডাঙ্গা যেহেতু ব্যবসায়িক কেন্দ্র সেহেতু এখানে ৪ হাজার অধিক দোকানপাট রয়েছে। সঙ্গত কারণে নলডাঙ্গা  বাণিজ্যিক এলাকায় জানমালের নিরাপত্তার জন্য, নলডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্যা জমি অধিকরণ করা অতীব প্রয়োজন।  নলডাঙ্গায় বহুতল বিশিষ্ট ডাকবাংলো  ভবন নির্মাণ করা প্রয়োন বলে এলাকাবাসি মনে করে।  ভবন না থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ ভ্রমণ করে আসা অতিথিদের নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই নলডাঙ্গা সরকারী হাসপাতাল ফায়ার সার্ভিস ও ডাকবাং লো ভবন নির্মাণ করা প্রয়োজন। এখন নলডাঙ্গা এলাকাবাসির উপজেলা ঘোষণা প্রাণের দাবি।সংশ্লিষ্ট মন্ত্রণালয় জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এবং প্রশাসন বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নলডাঙ্গাকে উপজেলা হিসেবে ঘোষণা অচিরেই দিবেন বলে গাইবান্ধাবাসির আত্ম বিশ্বাস। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট