1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর গ্রেফতার    বাঘার কমিউনিটি  ক্লিনিকে আবারো তালা ভেঙে ঔষধসহ আসবাব পত্র চুরি আত্রাইয়ে বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলাহাট ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা, এলাকাবাসীর নিন্দা ও তীব্র প্রতিবাদ  গাইবান্ধায় সাংবাদিক সুমার নির্যাতন মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবন ওয়ার্ড মেম্বর মোছাঃ জরিনা বেগম বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ আত্রাইয়ে বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত

কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ রাজশাহীর শিক্ষাক্ষেত্রকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই: রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীকে আমরা শিক্ষানগরীর বলি কিন্তু এটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এখনো নেই। আগামীতে রাজশাহীকে পুর্নাঙ্গ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে কিছু কাজ বাকি আছে। তার মধ্যে একটি হলো পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ আছে, সেখানে ভবন সহ জায়গাও আছে, শিক্ষক আছে, এখন শুধু ঘোষণা প্রয়োজন। রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয়, গালর্স ক্যাডেট কলেজ সহ রাজশাহীর শিক্ষাক্ষেত্রকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

 

শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে রাজশাহীর সরকারি ও বেসরকারি শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় অংশ নিয়ে শিক্ষকরা রাজশাহীর শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। একইসাথে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে আবারো মেয়র নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষকরা।

 

মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী ২০১৯ সালে রাজশাহী মহানগরীর উন্নয়নে সর্ববৃহৎ ২৭শ কোটি টাকার অনুমোদন দেন। সেই প্রকল্পের ইতোমধ্যে ১২শ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা হয়েছে। আরও ১৫শ কোটি টাকা বরাদ্দ আছে। আমি পুনরায় নির্বাচিত হলে আরো ৩ থেকে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করছি। রাজশাহীর নগরীর আয়তন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

মতবিনিময় সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ, কর্ণফুলী টানেল, রামপাল, মাতারবাড়ি, ঈশ^রদী বিদ্যুৎ প্রকল্প আজ সকলের সামনে দৃশ্যমান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে দেশ ছিল বলেই এটি সম্ভব হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দর উন্নয়ন হচ্ছে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন, বাস চালু করা হবে। বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্লট বরাদ্দ দেয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের এখানে অগ্রাধিকার দেয়া হবে। শহরের আয়তন বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজশাহীকে পর্যটন নগরী রূপে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইনস বিভিন্ন ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে।

 

সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলা সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাদ শীল, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনারুল হক প্রাং, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনা আবেদীন। সভায় রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান সহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্য দেন বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান মানিক, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি রাজশাহী জেলা সভাপতি ড. গোলাম মাওলা, কারিগরি শিক্ষক সমিতি সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলী। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ও শাহমখদুম কলেজের অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট