1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সিদ্ধিরগঞ্জে দেলু জেসমিন ও মুক্তুলের চলছে দেহ ও মাদক ব্যবসা, যুব সমাজ ধ্বংসের মুখে ঝরে গেল খুলনার একজন আদর্শ সাংবাদিক হারুন অর রশিদ নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক আরিফ যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ: ভিসি প্রফেসর ড.মোঃ রেজাউল করিম  খুলনায় গুণী  সংগীতশিল্পী দ্বৈপায়ন বিশ্বাস এর ছবি এঁকে উপহার দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস চাটমোহরে(পাবনা)বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আলোচনা সভা  বাংলাদেশ কবিতা সংসদ এর বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলন সম্পন্ন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শীতবস্ত্র বিতরণ করলেন আরএমপি পুলিশ কমিশনার নওহাটা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে জয়ী যারা

আড়ানী পৌর সভার রুস্তমপুর হাট বাজার ইজারার ভ্যাট-আয়কর দেননি ইজারাদার, খন্ডকালিন পুনঃ ইজারা প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: পৌরসভা কর্তৃক একাধিকবার পত্র প্রদান করলেও ভ্যাট, আয়কর সহ সমুদয় অর্থ প্রদান করেন নাই ইজারাদার। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর সভার রুস্তমপুর হাট বাজার ইজারা মূল্যের আয়কর ও ভ্যাট সহ মোট বকেয়া পওনা রয়েছে ৪০লাখ ৫৭হাজার ৪০৫টাকা। বছর শেষ হতে চললেও হাট বাজার ইজারা মূল্যে পরিশোধ করেননি ইজারাদার।

পৌর সভা সুত্রে জানা যায়,বাংলা ১৪৩১ সনের ১লা বৈশাখ হতে ৩০ শে চৈত্র পর্যন্ত এক বছরের জন্য আড়ানী পৌরসভাধীন রুস্তপুর হাট ও বাজার ইজারা দরপত্র আহবানের প্রেক্ষিতে মোঃ রফিকুল ইসলাম এর ১২/০২/২০২৪ ইং তারিখে দাখিল কৃত দরপত্রের দর-২,৬১,৫০,০০০/- টাকা ( দুই কোটি একষট্টি হাজার পঞ্চাশ হাজার টাকা )। তার দরপত্রের দর সর্বোচ্চ হওয়ায় সাবেক পৌর মেয়র (সেই সময়ের নির্বাচিত) কর্তৃক দরপত্র অনুমোদিত হয়। যা ১৮/০২/২০৬ তারিখের দরপত্র ও প্রস্থান মূল্যায়ন কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে সুপারিশ প্রাপ্ত হয়। ইজারার অনুকুলে দরপত্রের সহিত ৮০,০০,০০০/ আশি লাখ টাকার বিডিসহ আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ৭৯৫ টাকা। যা গত ২৭ নভেম্বর (২৭/১১/২০২৪ ইং) পর্যন্ত ইজারাদার কর্তৃক জমা হয়েছে।

আড়ানী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেল রানা জানান, গত ২৭ নভেম্বর (২৭/১১/২০২৪ ইং) পর্যন্ত ইজারাদারের নিকট হতে হারাহারিভাবে পাওনা রয়েছে, ইজারা মূল্যে ১ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ৭৯৫ টাকা,ভ্যাট- ২৪ লাখ ৫০ হাজার ২২০ টাকা, আয়কর ১৬ লাখ ৩৩ হাজার ৪৮০ টাকা। মোট ২কোটি ৪লাখ ১৮ হাজার ৪৯৫ টাকা। হারাহারিভাবে ১কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৯০ টাকা জমাবাদে ভ্যাট, আয়কর পাওনা রয়েছে ৪০লাখ ৫৭হাজার ৪০৫টাকা।

তিনি জানান, ওই সময়ে দায়িত্বে থাকা মেয়র মোঃ মুক্তার আলী কর্তৃক সমুদয় অর্থ পরিশোধের জন্য পত্র প্রদান করেন। একাধিকবার পত্র প্রেরণ করা হলেও নির্ধারিত সময়ে সম্পূর্ণ অর্থ (যাবতীয় কর ও ভ্যাটসহ) পরিশোধ না করে এবং যথাযথভাবে চুক্তিনামা সাম্পাদন না করে হাট বাজার দখল করে টোল আদায়ের কার্যক্রম চালিয়ে যান।এ বিষয়ে ইজারাদার রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আড়ানী পৌরসভার প্রশাসকের সহায়তা কমিটির সদস্য ও উপজেলা কৃষি অফিসার জানান, সরকারি হাট বাজার সমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং আয় বণ্টন স্পর্কিত নীতিমালা ২০১১ এর অনুচ্ছেদ ৩.৪ অনুসারে তার অনুকূলে দরপত্র বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। আড়ানী পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে ইজারা দরপত্র বাতিল করে হারাহারি ভাবে ইজারাদার এর নিকট বকেয়া আদায় নির্ধারণ করা হয়েছে।

এ মাসের ২তারিখে উন্মুক্ত ডাকের মাধ্যমে আড়ানী পৌর সভার রুস্তমপুর হাট বাজার শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে খন্ডকালিন পুণঃ ইজারা দেওয়া হয়েছে। ৪ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইজারাদার দখলে রেখে টোল আদায় করতে পারবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট