
মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই দশক পর নওগাঁয় অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের ঐতিহাসিক এটিম মাঠে আয়োজিত এ জনসভায় যোগ দেন তিনি।
তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই নওগাঁ শহরসহ পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জনসভায় অংশ নিতে নওগাঁ জেলার ১১টি উপজেলা ছাড়াও পাশ্ববর্তী জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে এসে জড়ো হন। জনসভাস্থল এটিম মাঠ এবং এর আশপাশের সড়ক ও এলাকাগুলোতে বিপুল জনসমাগম দেখা যায়। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায় নেতাকর্মী ও সাধারণ মানুষদের। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।#