
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ নিম্নমানের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো মেসার্স সফিকুল ইসলাম।বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার এলজিইডির অধিনে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর–-হামিদনগর আঞ্চলিক সড়কে এক কোটি ৪ লাখ ২২ হাজার৬২১ টাকা ব্যয়ে এক কিলোমিটার রাস্তা নির্মাণে পিচ-কার্পেটিংয়ের কাজ চলছে।
স্থানীয়দের অভিযোগ, উক্ত সড়ক নির্মাণে উন্নতমানের ১ নম্বর ইট ব্যবহার না করে দুই ও তিন নম্বর ইট ব্যবহার করেছে, বালুও নিম্নমানের। স্থানীয়দের দাবী নিম্নমানের ইটও বালু ব্যবহার করায় এ সড়ক বেশিদিন টিকবে না। তাই তারা উদ্ধর্তন কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেন।
তারা আরো বলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী এখনো এ রাস্তাটি পরিদর্শন করেননি। তিনি পরিদর্শন করলে এভাবে কাজ করতে পারতো না। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. ওয়াহার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দুর থেকে কোন সাংবাদিকের সাথে কথা বলবো। ঘটনা স্থলে এসে প্রমান করে দেন যে আমি অনিয়ম করছি বা নিম্নমানের ইট ও বালু ব্যবহার করছি। আমি কেন ফোনে কথা বলবো?
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি), শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করেই ফোন বন্ধ করে দেন । এমনকি হোয়াটস আপে ম্যাসেজ করেও কোন উত্তর না পাওযায় যোগাযোগ করা সম্বব হয়নি।#