
মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আহসানগঞ্জে দীর্ঘদিন ধরে প্লাটফর্মের দৈর্ঘ্য ছোট হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ট্রেন থামলে একাধিক বগি প্লাটফর্মের বাইরে অবস্থান করায় যাত্রীদের টেনে-হিঁচড়ে ঝুঁকি নিয়ে ওঠা-নামা করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য বিষয়টি মারাত্মক কষ্টকর ও বিপজ্জনক হয়ে উঠেছে। অনেক সময় যাত্রীদের সহযাত্রী কিংবা রেলকর্মীদের সহায়তায় নামতে দেখা যায়, তবুও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।
স্থানীয় যাত্রীদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও প্লাটফর্ম সম্প্রসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা।#