# মেহেরুল ইসলাম মোহন, লালপুর…………………………………
নাটোরের লালপুর উপজেলার ৫নং বিলমাড়ীয়া ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন গুড় ভান্ডারে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করে সর্বমোট ১লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার(১৭ই সেপ্টেম্বর-২০২২)সকাল সাড়ে ৮ টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, নাটোর জেলা প্রশাসক এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার(uno)এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় কর্তৃক লালপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ৮ টা হতে পরিচালিত উক্ত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মোহরকয়া মধ্যপাড়া গ্রামের মৃত খবির সরদারের ছেলে মহসিন সরদারের গুড় ভান্ডার(স্বত্বাধিকারী: মহসিন)কে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ১,০০,০০০ (এক লক্ষ)টাকা এবং দিলালপুর ও ওয়ালিয়া এলাকায় অবস্থিত সাহাবুল গুড় ভান্ডার(স্বত্বাধিকারী: সাহাবুল)কে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৪০,০০০(চল্লিশ হাজার) টাকাসহ সর্বমোট ১,৪০,০০০(এক লক্ষ চল্লিশ হাজার)টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট ও বিতরণ করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনাকালে বলেন, নাটোর জেলার RAB-৫ এর নাটোর CPC-02 এর একটি টিমের সহায়তায় নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#