
মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসছে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ সংহিত আন্দোলনের মনোনিত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ-২ আসন, (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) এর মোঃ নরুদ্দীন। সকলের প্রতি দোয়া প্রার্থী। আমাকে মাথাল মার্কায় ভোট প্রদান করে আপনাদের পাশে থেকে কৃষক, শ্রমিক,মেহনতি মানুষের সেবা করার সুযোগ দিন। পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। দুনিয়ার মজুদুর এক হও। সাকি ভাইয়ের সালাম নিন দেশ গড়ার শপথ নিন। মাথাল মার্কায় ভোট দিন।#