মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা মিনিকনফারেন্স হল রুমে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও উপ-পরিচালক, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অনুক্রম অবহিত ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে বিভাগীয় কমিশনার নেজামপুর ইউপির রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।#