নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের এক বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাবিলা নামক স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি।
যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক তারেক হাসান বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান,মঙ্গলবার বিকেলে খালি গায়ে ওই ব্যক্তিকে ওই এলাকায় হেঁটে যেতে দেখা গেছে। স্যান্ডেল হাতে নিয়ে এক টিউবওয়েলে তাকে পানি পান করতেও দেখা গেছে। শারীরিক ভাবে সে প্রতিবন্ধী। পরে খবর পেয়ে ঝিকরা ইউনিয়নের সোনাবিলা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায়লোশ উদ্ধার করা হয়েছে।
লাশের সুরতহালে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যাযনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।#