1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পৃথক  অভিযানে ১শ’ ১৮বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -৬ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল অনুষ্ঠিত ‘অপারেশনস ফার্স্ট লাইট’: চার জেলার সীমান্তবর্তী চর এলাকার গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে বাঘার ১৩জন বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত  মেয়াদ উত্তীর্ণ- ফিজিসিয়ান স্যাম্পুল অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে বাঘায় তিন ফার্মেসীর জরিমানা স্মৃতির ডাকবাক্স: প্রযুক্তির যুগে আত্রাইয়ে চিঠির অপেক্ষা শেষ ভূরুঙ্গামারীতে চ্যাম্পিয়ন মা বাবাদের টেকসই উন্নয়ন  কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপারেশনস ফার্স্ট লাইট’ অভিযানে অস্ত্র, মাদক উদ্ধার গ্রেফতার ১৩ গোদাগাড়ী ভূমি অফিসে সেবার মানে আমূল পরিবর্তন, দালালমুক্ত, হয়রানিমুক্ত সেবা পাচ্ছে সাধারণ মানুষ তানোরে বিএনপির দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদরে একদিনের মধ্যে উঠে গেল রাস্তার পিচ,  রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিদিনঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড। এখানে বহু প্রত্যাশিত একটি সড়ক নির্মাণের কাজ শুরু হলে আনন্দিত হয়েছিলেন স্থানীয়রা। কারণ এই সড়ক দিয়েই প্রতিদিন গ্রামের শত শত মানুষ স্কুল, বাজার, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করেন। কিন্তু পিচ ঢালাইয়ের মাত্র একদিনের মাথায় সড়কের বিভিন্ন জায়গা উঠে যেতে শুরু করায় সেই আনন্দ মুহূর্তেই ক্ষোভে পরিণত হয়েছে।

স্থানীয় কৃষক আবদুল কাদের জানান, “আমরা ভেবেছিলাম এবার হয়তো দীর্ঘদিনের ভোগান্তি কমবে। কিন্তু একদিনের মধ্যেই রাস্তা উঠে যাচ্ছে, এটা তো আমাদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।” গৃহিণী শিউলি আক্তার বলেন, “এই রাস্তা দিয়ে বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া করি। একটু বৃষ্টি হলেই চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এখন যদি নতুন রাস্তা এভাবে ভেঙে যায়, তাহলে আমাদের আবার সেই পুরনো দুর্ভোগে পড়তে হবে।”

অভিযোগ রয়েছে, রাস্তা নির্মাণে নিম্নমানের পিচ ব্যবহার করা হয়েছে এবং যথাযথ তদারকিও করা হয়নি। স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা বলেন, “এখানে ঠিকাদাররা শুধু নামমাত্র কাজ করছে। দেখার কেউ নেই। আমাদের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে, অথচ এর কোনো হিসাব নেই।”

রাস্তার গুরুত্বের কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, এই সড়কটি বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা সদরে যাওয়ার প্রধান মাধ্যম। টেকসই সড়ক হলে কৃষিপণ্য আনা-নেওয়াতেও সুবিধা হতো। কিন্তু নিম্নমানের কাজের কারণে গ্রামীণ অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাদের আশঙ্কা।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং রাস্তার কাজ পুনরায় মানসম্মতভাবে সম্পন্ন করা হোক। না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট