চাঁপাইনবাবগঞ্জ প্রতিদিনঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড। এখানে বহু প্রত্যাশিত একটি সড়ক নির্মাণের কাজ শুরু হলে আনন্দিত হয়েছিলেন স্থানীয়রা। কারণ এই সড়ক দিয়েই প্রতিদিন গ্রামের শত শত মানুষ স্কুল, বাজার, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করেন। কিন্তু পিচ ঢালাইয়ের মাত্র একদিনের মাথায় সড়কের বিভিন্ন জায়গা উঠে যেতে শুরু করায় সেই আনন্দ মুহূর্তেই ক্ষোভে পরিণত হয়েছে।
স্থানীয় কৃষক আবদুল কাদের জানান, “আমরা ভেবেছিলাম এবার হয়তো দীর্ঘদিনের ভোগান্তি কমবে। কিন্তু একদিনের মধ্যেই রাস্তা উঠে যাচ্ছে, এটা তো আমাদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।” গৃহিণী শিউলি আক্তার বলেন, “এই রাস্তা দিয়ে বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া করি। একটু বৃষ্টি হলেই চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এখন যদি নতুন রাস্তা এভাবে ভেঙে যায়, তাহলে আমাদের আবার সেই পুরনো দুর্ভোগে পড়তে হবে।”
অভিযোগ রয়েছে, রাস্তা নির্মাণে নিম্নমানের পিচ ব্যবহার করা হয়েছে এবং যথাযথ তদারকিও করা হয়নি। স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা বলেন, “এখানে ঠিকাদাররা শুধু নামমাত্র কাজ করছে। দেখার কেউ নেই। আমাদের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে, অথচ এর কোনো হিসাব নেই।”
রাস্তার গুরুত্বের কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, এই সড়কটি বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা সদরে যাওয়ার প্রধান মাধ্যম। টেকসই সড়ক হলে কৃষিপণ্য আনা-নেওয়াতেও সুবিধা হতো। কিন্তু নিম্নমানের কাজের কারণে গ্রামীণ অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাদের আশঙ্কা।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং রাস্তার কাজ পুনরায় মানসম্মতভাবে সম্পন্ন করা হোক। না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর