মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের উৎসবমুখর পরিবেশে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিকেল ৫ টায় দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কুল থেকে চাঁপাইনবাবগঞ্জ বড় ইন্দরা হয়ে পৌরসভা হয়ে আবার চাঁপাইনবাবগঞ্জে জেলা স্কুল চত্বরে মিলিত হয়।
এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ, সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম টিপু, আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি,ওবায়েদ পাঠান, ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের এম পি মনোনয়ন প্রত্যাশি, আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাচোল উপজেলা পরিষদ আবু তাহের খোকন।
উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল ভোটার ও নেতা-কর্মীরা। অন্যদিকে বিএনপির অন্যান্য গ্রুপ জেলা কমিটির সাথে পৃথকভাবে দিবসটি পালন করে।#