1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বিয়ের নাটক সাজিয়ে মামলা ও মানহানির চেষ্টার অভিযোগ এক নারীর বিরুদ্ধে বাঘায় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা, প্রশাসনের হস্তক্ষেপে ২শ’ ঘুঘু পাখি অবমুক্ত বদরগঞ্জে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর আলোচিত ঠিকাদার ও হুন্ডি ব্যবসায়ী ‘মুকুল’ ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল আত্রাইয়ে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ শিবগঞ্জে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয় আনন্দ র‌্যালী কনসার্ট চলাকালে দেশীয় অস্ত্রসহ যুবক আটক রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 

রুশ হামলার পরে মার্কিন দূতাবাসের মন্তব্যে হতাশ ইউক্রেন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ছবি: রয়টার্স।

সবুজনগর অনলাইন ডেস্ক:

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় আলোচনা করেছে আমেরিকা। তবে সমাধান এখনও হয়নি। শুক্রবারও ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, রুশ হানায় ৯ শিশু-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। তবে ওই হামলার পরে ইউক্রেনের মার্কিন রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া ‘হতাশাজনক’ বলেই মনে করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

মধ্য ইউক্রেনের শহর ক্রিভি রিগ শহরে রুশ হামলার পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সে দেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক। তিনি লেখেন, “ক্রিভি রিগে একটি খেলার মাঠ এবং রেস্তরাঁর কাছে ক্ষেপণাস্ত্র হামলায় আমি শঙ্কিত। এই হামলায় ৫০ জনেরও বেশি মানুষ আহত এবং ১৬ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ৬ শিশুও রয়েছে। এই জন্যই যুদ্ধ বন্ধ হওয়া উচিত।” তবে সমাজমাধ্যমে ওই পোস্টে কোথাও রাশিয়ার কথা উল্লেখ ছিল না।

বস্তুত, ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি নিজেও এই ক্রিভি রিগ শহরের মানুষ। এই শহর থেকেই তাঁর উঠে আসা। শুক্রবারের হামলার পরে জাপান, ব্রিটেন, সুইৎজ়ারল্যান্ড, জার্মানির দূতাবাস যে ভাবে পাশে দাঁড়িয়েছে, তার প্রশংসা করেছেন জ়েলেনস্কি। তবে আমেরিকার দূতাবাসের এই প্রতিক্রিয়ায় ‘হতাশ’ হয়েছেন তিনি।

সমাজমাধ্যমে মার্কিন দূতাবাসের মন্তব্য প্রসঙ্গে তিনি লিখেছেন, “দুর্ভাগ্যবশত, মার্কিন দূতাবাসের প্রতিক্রিয়া আশ্চর্যজনক ভাবে হতাশাজনক। এত শক্তিশালী একটি দেশ, এত শক্তিশালী মানুষ, তবুও এত দুর্বল প্রতিক্রিয়া। যে ক্ষেপণাস্ত্রে শিশুদের মৃত্যু হয়েছে, সেই প্রসঙ্গে বলার সময়ে ‘রাশিয়ান’ শব্দটিও উচ্চারণ করতে তারা ভয় পায়।” জ়েলেনস্কির বক্তব্য, তিনিও চান যাতে যুদ্ধ শেষ হয়। কিন্তু তার জন্য নাম উচ্চারণ করতে ভয় পাওয়া উচিত নয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। দুই দেশের সঙ্গেই আলাদা আলাদা ভাবে বৈঠক করেছে ট্রাম্পের প্রশাসন। প্রাথমিক ভাবে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি করাতে চাইছে আমেরিকা। রাশিয়া এবং ইউক্রেন দু’দেশই তাতে রাজি হয়েছে। কিন্তু কোন পথে এই চুক্তি কার্যকর হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এরই মধ্যে রাশিয়া এবং ইউক্রেন একে অন্যের উপর হামলাও চালিয়ে যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট