# রুস্তম আলী শায়ের, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ডিজিটাল পদ্ধতিতে হোল্ডিং ও কর আদায় অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর জেলা প্রশাসক মোছা: আফিয়া আক্তার আজ (২২ জানুয়ারী) সকাল ১১টায় তাহেরপুর পৌর মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ।
বাগমারা উপজেলার নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল হক, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ আলিম বাবু, দ্বীপনগর ডিগ্রী কলেজ অধ্যক্ষ ও তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহীদুজ্জামান মীর।
তাহেপুর পৌরসভার কর্মচারী আঃ ওয়াহেদের পরিচালনায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা প্রেসক্লাবে সভাপতি রাশেদুল হক ফিরোজ, তাহেরপুর ফাজিল মাদ্রাসার সহকারী সুপার এস এম আকরাম আলী, তাহেরপুর জনতা ব্যাংক এর ব্যবস্থাপক মোঃ সেলিম, তাহেরপুর কলেজের অধ্যক্ষ মোঃ আঃ রশিদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজ সাবেক অধ্যক্ষ খাইরুল কবির ফেরদৌস , তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মাহাবুবুর রহমান বুলু, ডা. ইয়াছিন, তাহেরপুর পৌরসভার ইন্জিনিয়ার জাহিদ হাসান সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।#