1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে একরাতে একই সময়ে মিটার বক্স ভেঙে দু’টি মিটার চুরি রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন  তানোরে আতঙ্কের নাম ‘রাসেল ভাইপার’ উপস্বাস্থ্যকেন্দ্রে নেই প্রতিষেধক, কৃষকদের জীবনে ঝুঁকি ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন  ধোবাউড়ার ষ্টেডিয়াম চৌরাস্তা (সদর বিলপাড়) ভায়া রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত দু’ কিলো মিটার মাটির সড়কে ভোগান্তির শেষ নেই  তানোরে নাবিল গ্রুপের মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণ, মারাত্মক দুর্গন্ধ, চাষাবাদ ব্যাহত তানোরে গভীর রাতে মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণ, গ্রামবাসীর হাতে আটক দুই ট্রাক

বিশ্বভরা প্রাণ ও কৃষ্টিধারা সংস্কৃতি সংগঠনের উদ্যোগে আবৃত্তি সন্ধ্যা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি……………………………………….

বিশ্বভরা প্রাণ ও কৃষ্টিধারা সংস্কৃতি সংগঠনের উদ্যোগে আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খুলনা শিল্পকলা একাডেমী মিলায়তনে ২১ শে এপ্রিল বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুসাইন শওকত উপ-পরিচালক (উপসচিব) স্হানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা। আমন্ত্রিত অ‌তি‌থি আবৃ‌ত্তি রাজকন‌্যা বি‌শিষ্ট আবৃ‌ত্তি‌শিল্পী ঈ‌শিতা দাস অ‌ধিকারী (ভারত),বিশেষ অতিথি কবি সংগঠক সুমন রহমান প্রতিষ্ঠাতা ও পরিচালক ক‌বিতাকুঞ্জ সাহিত্য পরিবার, বাংলাদেশ।বিশেষ অতিথি সুজিত কুমার সাহা, জেলা কালচারাল অফিসার খুলনা। বি‌শেষ অ‌তি‌থি জন‌প্রিয় আবৃ‌ত্তি‌শিল্পী কাজল ইসলাম খুলনা। বিশ্বমানের আবহশিল্পী ও সংগীতশিল্পী প্রসাদ গাঙ্গুলী (ভারত), সার্বিক ব্যবস্থাপনায় ম‌ল্লিকা দাস সভাপতি বিশ্বভরা প্রাণ খুলনা ও এস কে উৎপল প্রতিষ্ঠাতা কৃ‌ষ্টিধারা সাংস্কৃ‌তিক সংগঠন খুলনা। সহ‌যো‌গিতায় খুলনা আর্ট একা‌ডে‌মি খুলনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন, এসময় উপস্থিত ছিলেন খুলনার সাংস্কৃতিক অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ, এবং বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিশু শিল্পীরা সহ সকল বয়সের প্রায় দুই শতাধিকের অধিক সাহিত্য প্রেমিদের উপস্থিতিতে এক মনোরম পরিবেশ তৈরি হয়।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, কবিতাকুঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুমন রহমান পঞ্চগড়ে জন্মগ্রহণ করে ও খুলনায় এসে এতো সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেন এই জন্য তাকে ধন্যবাদ জানান এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবাই ভালো মানুষ কারন সাংস্কৃতিক অঙ্গনে যারা আসে সবাই ভালো মানুষের অধিকারী হয়ে থাকেন। এটা আমার বিশ্বাস। অনুষ্ঠানের শেষে ভারতের ঈশিতা দাস অধিকারীকে আবৃত্তি রাজকন্যা খেতাব ঘোষণা করে বিশ্বভরা প্রাণ এবং কৃষ্টিধারা সংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে তাকে খেতাব দেয় একটি মুকুট সেই মুকুটি কবি সুমন রহমান ঈশিতা দাস অধিকারীকে পরিয়ে দেন। উপস্থিত সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানায়, এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আজকালের আলো, কালডাক ও স্বাধীন বাংলা। খুলনার বাচিক শিল্পী ম‌ল্লিকা দাসের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট