প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………
গত ১৩ মার্চ২০২৪ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি
প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৪৭-আইন/২০২৪, তারিখ: ১০ মার্চ২০২৪ খ্রি.) রুয়েট শিক্ষক সমিতির
দৃষ্টিগোচর হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ১ জুলাই ২০২৪ বা তার পরে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও
সমজাতীয় প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পেনশনের বদলে সর্বজনীন পেনশন
কর্মসূচির ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভূক্ত হবেন। অর্থাৎ মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫ হাজার টাকা- এ
দুয়ের মধ্যে যেটি কম, সংশ্লিষ্ট সংস্থা তা চাকরিজীবির বেতন থেকে কেটে রাখবে এবং সমপরিমাণ অর্থসংস্থা
দিয়ে তা সর্বজনীন পেনশন তহবিলে জমা করবে।
এ ধরনের নিম্মাননের পেনশন বিষয়ক প্রজ্ঞাপন বিশ^বিদ্যালয় শিক্ষকদের জন্য অবমাননাকর এবং তা প্রতিপালনের নির্দেশনা বিশ^বিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসনের প্রতি নগ্ন হস্তক্ষেপের সামিল বিধায় রুয়েট শিক্ষক সমিতি একই সাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের আপত্তিকর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিশ^বিদ্যালয় শিক্ষকদের মধ্যে চরম হতাশা
ও ক্ষোভ বিরাজ করবে যা শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিধায় রুয়েট শিক্ষক সমিতি উক্ত সিদ্ধান্ত প্রতিপালনের নির্দেশনা দ্রুত প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে।#