1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত আত্রাইয়ে একরাতে একই সময়ে মিটার বক্স ভেঙে দু’টি মিটার চুরি রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন  তানোরে আতঙ্কের নাম ‘রাসেল ভাইপার’ উপস্বাস্থ্যকেন্দ্রে নেই প্রতিষেধক, কৃষকদের জীবনে ঝুঁকি ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন

রাজশাহীর বাগমারায় মাদকের ব্যবসা বেড়েই চলেছে , পুলিশের দায়িত্ব নিয়ে সন্দেহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………….
রাজশাহীর বাগমারা উপজেলায় কখনও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাংগুলি দেখিয়ে কখনও বা তাদরে সাথে সখ্যতা গড়ে তুলে করছে মাদক ব্যবসা। মাঝে মাঝে প্রশাসনিক তৎপরতা থাকলেও গোপনে-প্রকাশ্যে মাদকের ব্যবহার বেড়েই চলেছে। এ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠছে নতুন নতুন সিন্ডিকেট।

উপজেলার প্রায় দড়ে শতাধিক স্পটে মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছে পুরাতনের পাশাপাশি নতুন নতুন সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে হেরোইন ও ফেন্সিডিলের নব গঠিত কয়েকটি ব্যবসায়ী সিন্ডিকেটের সন্ধান পেলেও তাদের গ্রেফতার করছেনা পুলিশ। কনে করছে না কারো না বোঝার নয়।

বশ্বিস্ত সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে চলে মাদকের ব্যবসা। উপজেলা প্রশাসনের সহায়তায় ভবানীগঞ্জ বাজারে র‌্যাবের অভিযান একবার হলেও উপজেলার বিভিন্ন স্থানে গোপনে ও প্রকাশ্যে চলছে মাদকের কেনা-বেচা। মাদকসেবীরা মোবাইল ফোনের মাধ্যমে নিরাপদ স্থানে চাহিদামত মাদক সরবরাহ করে আসছে বলে জানা গেছে।

মাদকের বিস্তারের জন্য স্থানীয়রা পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন। এছাড়া মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় এলাকায় চুরির ঘটনা বাড়ছে বলে জানা গেছে। স¤প্রতি ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে চুরির ঘটনায় মাদকাসক্তরা জড়িত থাকার সন্দেহ করছেন স্থানীয়রা। নেশার টাকা যোগাড় করতেই চুরির পথ বেছে নিচ্ছে তারা এমন অভিমত তাদের। ওই বাজারের মাষ্টার পাড়ায় মাদকের আখড়া হিসেবে চিহ্নিত। এছাড়াও হেলিপ্যাড মাঠের পেছনে, সিনেমা হল পট্টিসহ কয়েকটি স্পটে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চলছে।

অপরদিকে তাহেরপুর পৌর এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার লাভ করেছে। তাহেরপুর-দুগার্পুর রোড়, সুইস গেট এলাকাসহ কয়েকটি স্পটে চলছে কেনাবেচা। অথচ তাহরেপুরে পুলশিে তদন্ত কন্দ্রে রয়ছে।ে পুলশিরে চোখ টাকার পট্টি দয়িে বঁেধে রখছেে মাদক ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানায়, রাজশাহীর চারঘাটের টাঙন এলাকার চোরাচালানির সহযোগীতায় ওই এলাকা হতে মাদকের চালান এনে তা বাগমারার তাহেরপুর, ভবানীগঞ্জ, শিকদারী থেকে বিভিন্ন গ্রামে সরবরাহ করা হয়। পার্শ্ববর্তী আত্রাই উপজেলার চিহ্নিত কিছু মাদকসেবী মোটরসাইকেল যোগে বাগমারায় এসে নির্বিঘেœ মাদক সেবন করছে। স¤প্রতি শিকদারী বাজারে তাদের আনাগোনায় ওই বাজারের ব্যবসায়ী মহল উদ্বিগ্ন হয়ে ওঠেছে। হাত বাড়ালেই ভবানীগঞ্জ, তাহেরপুর, শিকদারী, মচমইল বাজার, হাট গাঙ্গোপাড়া বাজারসহ বিভিন্ন স্পটে ফেন্ডিডিল, হেরোইন, ইয়াবা পাওয়া যাচ্ছে। এছাড়াও উপজেলার অনেক রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষক ছাত্র, ভ্যান চালকসহ অনেকেই মাদক সেবনে জড়িত হচ্ছে বলে সূত্র জানিয়েছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশলে চলছে মাদক ব্যবসা ও সেবন।

এর আগে তাহেরপুরের সহদর দুই ভাই ও বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর এলাকার জনৈক শিক্ষকের অতিরিক্ত মাদকসেবনে মৃত্যু হলেও থেমে নেই ওই এলাকায় মাদক ব্যবসা। মচমইল বাজার এলাকায় অতিরিক্ত স্পিরিট পানে যুবকের মৃত্যু হলেও ওই এলাকায় হোমিও চিকিৎসার আঁড়ালে চলছে মাদক ব্যবসা। এছাড়াও ফেন্সিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকের প্রকোপ ওই এলাকায় বেশী বলে নাম প্রকাশে অনিচ্ছুক মচমইল বাজারের জনৈক ব্যবসায়ী জানিয়েছেন। এছাড়াও বীরকুৎসা বাজার, তালঘরিয়া পলিথিন বাজারের সড়কুতিয়া রোড, গাঁজা ব্যবসা ও সেবন এখন ওপেন সিক্রেট। ফলে হতাশাগ্রস্থ বেকার যুবকরা বেশী ঝুঁকছে মাদকের গহীন অরণ্যে। আর এসব যুবকই নানা নিষিদ্ধ ঘোষিত পার্টির সৃষ্টি করতে পারে এমন আশংকা এলাকাবাসীর। তবে অচিরেই মাদকের করাল গ্রাস থেকে বাগমারা মুক্ত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন উপজেলাবাসী।।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট