# বিশেষ প্রতিনিধি……………………………………………………
রাজশাহীর বাঘায় খামারে জ্বালানো কয়েলের আগুন ছড়িয়ে পড়ে সত্তর হাজার টাকা দামের ১টি ষাড় গরু মারা গেছে। গুরুতর আহত হযেছে ৪টি গরু ও ১টি ছাগল। উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আবুল হোসেনের খামারে কয়েলের আগুন ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার( ১৪ জুন) গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খামারি কৃষক আবুল হোসেন জানান, বৃহস্পতিবার( ১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে তার খামারে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। এতে খামারে রাখা দুটি গাভী, দুটি এড়ে ষাড় ও একটি বাচুর, একটি ছাগল পুড়ে গুরুতর আহত হয়। এর মধ্যে ১টি ষাড় গরু মারা যায়। এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
তিনি জানান, স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে বাড়ির পাশে সেমি পাঁকা টিনের ঘরে পারিবারিক খামার গড়ে তোলেন। রাতে সেই খামারে কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। কয়েলের সেই আগুনে তার সর্বনাশ হয়ে গেল। মালিকের দাবি এতে তার প্রায় ১২ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা পাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ শরিফুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সত্তর হাজার টাকা দামের ১টি ষাড় গরু মারা গেছে। আহত গরু ছাগলের চিকিৎসা চলছে। এর মধ্যে ১টি গরু আশংকাজনক অবস্থায় রয়েছে।
আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। #