# নিজস্ব প্রত্রিবদক……………………………………………….
রাজশাহী মহানগরীর উতর নওদাপাড়া (কালুর মোড়)এলাকার সাকিব (১৮) নামের এক যুবক পারিবারিক কলহের জের হিসেবে ৫/৭ দিন পূর্বে কীটনাশক খেয়ে আত্মহত্যার চস্টা করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ করে দেয়।হঠাৎ করে শারীরিক অবস্থা খারাপ হলে আজ শুক্রবার ১২ মে/২৩ সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সাকিব কালুর মোড়ের বোরহান উদ্দিনের ছোট ছেলে।
তার পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব একজন রাজমিস্ত্রীসর সহকারি। সে বোখাটে বন্ধদের পাল্লায় পড়ে দীর্ঘদিন থেকে মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ে।তার বাবা-মা কোনভাবেই তাকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে পারেনি। অল্প বয়সে নেশার অর্থ যোগাতে পারিবারিক অশান্তি সৃষ্টি করতো প্রায় সময়।ঘটনার দিনও মায়ের বকুনি খেয়ে রাগে ক্ষোভে অভিমানে সাকিব বাড়ির বাইরে গিয়ে বিষ পান করে বাড়িতে আসে। তারপর রাজশাহী মেডিকেলে তার চিকিৎসা করা হয়।চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসলেও সাকিব বেশ অসুস্থ এবং দুর্বল হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার আবার তাকে মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তার অবস্থা ভাল নয়। চিকিৎসকের পরামর্শে আজ সকালে বাড়িতে ফিরে আসার পর পরই সাকিব মৃত্যুরকোলে ঢলে পড়ে।
সাকিব প্রায় ২ বছর আগে প্রেম করে ভালবেসে বিয়ে করে এক তরুণীকে।সে তরুণী আজ বিধবা। তার ভালবাসার মানুষ তাকে ছেড়ে চলে যাওয়ায় সে বিলোপ করছে।এভাবে অল্প বয়সে যার মনের মানুষ না জানিয়ে চলে যায় কেবল সে জানে এর বেদনা, সে জানে বিধবা হওয়ার কি কষ্ট।#