1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৮ মে ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ফলোআপ:  রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত রাজশাহী নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ দুর্গাপুরে ৭০ একর ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করলেন প্রশাসন বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া কুক্কিয়নের সঙ্গে তায়কোয়ানডো সম্পর্ক চ্যালেঞ্জের মুখে নরসিংদীর রায়পুরে  রাজিব আহমেদ এর জমি দখলের অভিযোগ আলী আসগর মোল্লা বিরুদ্ধে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী তানোরে নিখোঁজের ২০ দিনপর যুবকের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার  ধোবাউড়ায় সরকারী ডিগ্রী কলেজ চলাচলের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি অভিযোগে  ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর মোহনপুর উপজেলার  সাঁকোয়া মাদরাসার ৫ শিক্ষকের এমপিও স্থগিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলিফ হোসেন,তানোর থেকে……………………………………………………………….

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার  সাাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তথ্যগোপন ও ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে নিয়ম বর্হিভূতভাবে এমপিও করার অভিযোগ উঠেছে। এবিষয়ে কারণ দর্শানোর নোটিশ  করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারি পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই অনুমোদন কমিটির সদস্য সচিব লুৎফর রহমান। গত ১২ জুলাই নোটিশটি অনুমোদন দেয়া হয়েছে।

 

এদিকে মাদরাসা শিক্ষকদের এমন জালিয়াতির খবর ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছে, মাদরাসা শিক্ষকরা সব সময় ইসলাম নিয়ে কথা বলেন, তাদের অনুসরণ করে মানুষ জীবন গড়বে। অথচ সেই শিক্ষকেরা যদি জালিয়াতি করে তাহলে তাদের দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিৎ। কারণ তাদের দেখে অন্যরা সতর্ক হবেন।

 

অন্যদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওই নোটিশের অলোকে জানা গেছে, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ (এমপিও কোডঃ ১২৬৮২১২৪২০) তথ্য গোপন করে ভুয়া জালজালিয়াতির মাধ্যমে কাগপত্র তৈরী করে নিয়ম বহির্ভূতভাবে সহকারি মৌলভী পদে এমপিওভুক্ত করান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ি (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)। যা চাকুরী শৃঙ্খলা পরিপন্থি ও সম্পূর্ণ বেআইনি বিধি বহির্ভূত। অধ্যক্ষসহ মৌলভী পদের এমপিও বেতন-ভাতার সরকারি অংশ অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

 

এছাড়াও কেন স্থায়ী ভাবে স্থগিত করা হবে না সে মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে অধ্যক্ষকে সন্তোষজনক জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়। বেতনভাতা সাময়িক স্থগিতকৃত শিক্ষকরা হলেন অধ্যক্ষ মাওলানা আবদুল কাদের, সহকারি মৌলভী আবদুল কাদের, সহকারি মৌলভী শরিফুল ইসলাম, সহকারি মৌলভী জাহিদুল ইসলাম এবং সহকারি মৌলভী আমজাদ হোসাইন।

 

এসকল বিষয়ে জানতে চাইলে সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল কাদের বলেন, সারা বাংলাদেশের প্রতিষ্ঠানকে এধরণের নোটিশ দিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। কেন তা আমি জানি না। আলিম মাদ্রাসা ভেবে অতিরিক্ত শিক্ষক বিষয়ে ভেবে থাকতে পারেন। আমাদেরটা তো কামিল মাদ্রাসা। আমি নোটিশের জবাব দিয়ে আসছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট