প্রেস বিজ্ঞপ্তি……………………………………………
বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে অফিস সম্মেলন কক্ষে সকাল ১১ বিএসটিআই’র উপপরিচালক (সিএম) ও বিভাগীয় অফিস প্রধান ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (যুগ্ন সচিব), রাজশাহী উপস্থিত ছিলেন।
উক্ত সভায় মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ; আব্দুল আওয়াল খান চৌধুরী (জ্যোতি), সহ-সভাপতি, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ এবং বিসিএসআইআর, রাজশাহী এর পরিচালক ড. মোঃ সেলিম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘গবধংঁৎবসবহঃ ংঁঢ়ঢ়ড়ৎঃরহম ঃযব মষড়নধষ ভড়ড়ফ ংুংঃবস’ যার ভাবার্থ ‘পরিমাপ বৈশি^ক খাদ্য ব্যবস্থার সহায়ক’। বক্তাগণ বিশ^ মেট্রোলজি দিবসের প্রতিপাদ্যের উপর বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এবারের প্রতিপাদ্যের উপর বিএসটিআই এর উপপরিচালক (সিএম) ও বিভাগীয় অফিস প্রধান ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতি তার স্বাগত ভাষণে বিশ্ব মেট্রোলজি দিবস পালনের উদ্দেশ্য ও স্বার্থকতা, বিএসটিআই’র আইন, বিধি, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং আন্তর্জাতিক ওজন ও পরিমাপ বিষয়ক সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে বিএসটিআই’র কার্যক্রমের বিস্তারিত বিবরণ দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সঠিক মানের খাদ্য উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন এবং বৈশি^ক খাদ্য ব্যবস্থাপনায় পরিমাপের গুরুত্বকে অর্থবহ করতে উৎপাদনকারী, আমদানীকারক, খাদ্যপণ্য গ্রহণকারী এবং বিএসটিআই’র কর্মকর্তা ও কর্মচারীদের কার্যক্রমে স্বচ্ছতা সহকারে কার্যকরী ভূমিকা পালনের কথা বলেন। বিশেষ অতিথিগণ সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনার জন্য অঞ্চল ভিত্তিক উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ ও বিপনণের কথা তুলে ধরেন এবং ব্যবসায়ীদের সঠিক ওজন ও পরিমাপে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান। এছাড়াও ভোক্তার অধিকার সংরক্ষণ করে টেকসই, উন্নত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে সকলকেই উদাত্ত আহŸান জানান।
উক্ত আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #