পঞ্চগড় প্রতিনিধি : ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া বিওপি ক্যাম্পের সামনে থেকে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রাইছো গ্রামের ফারুক হোসেন ও রাব্বি হোসেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।
বিজিবি ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, , ফারুক হোসেন প্রায় এক বছর আগে ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় যান। সেখানে হাওড়া ব্রিজের পাশে রাজমিস্ত্রীর কাজ করতেন তিনি। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করে প্রতিবেশী রাব্বি হোসেন তিন মাস আগে এক দালালের মাধ্যমে ১০ হাজার টাকার বিনিময়ে তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং একই ধরনের কাজে যুক্ত হন। তবে সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশীদের নির্যাতনের আতঙ্কে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
২০ মে কলকাতার হাওড়া থেকে ট্রেনে করে রওনা হয়ে ২১ মে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান এবং সেখানে রাত যাপন করেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িতে করে হাফতিয়া নামক এলাকায় গিয়ে একটি মসজিদে আশ্রয় নেন।
এদিকে শুক্রবার দুপুরে মহানন্দা নদীতে গোসলের সময় সীমান্ত অতিক্রম করে তেঁতুলিয়ার সদর ইউনিয়নের মেইন পিলার ৪৪৩ এর ৫এস এলাকা দিয়ে পুরাতবাজার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এ সময় বিজিবির টহল দল তাদের দেখতে পেয়ে অনুসরণ করে। পরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজার যাওয়ার পথে বিজিবি ক্যাম্পের সামনে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তাদের। পরে তারা অবৈধ পথে ভারতে যাওয়া ও ফিরে আসার বিষয়টি স্বীকার করে৷
আটক ফারুক হোসেন বলেন, “ঘোরা ও কাজের জন্য ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে গিয়ে ছিলাম। সেখানে রাজমিস্ত্রীর কাজ করতাম। কিন্তু ইদানিং সেখানে বাংলাদেশীদের থাকতে দিচ্ছে না তাই আমরা চলে আসছি।
এদিক আটক রাব্বি হোসেন জানান, “দালালের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে ভারতে গিয়ে ছিলাম। সেখানে রাজমিস্ত্রীর কাজ করলেও এখন আর থাকা কঠিন হয়ে পড়ছে। তাই আমরা চলে আসছি দুজনে৷
এদিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, “এটি কোনো ‘পুশ-ইন’ নয়। তারা নিজেরাই স্বেচ্ছায় অবৈধ পথে দেশে ফিরে এসেছে। থানায় জিডি করে তাদের হস্তান্তর করা হবে।” সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।#