# এম এ হাসান, টেকনাফ: টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় এক কৃষককে অপহরণ করেছে পাহাড়ি ডাকাতদল। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ড মারিশবনিয়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সকালে চন খলায় কাজ করতে গেলে পাহাড়ি অস্ত্রধারীরা তাকে অস্ত্র ঠেকিয়ে তুলে যায় বলে পরিবার জানিয়েছেন।
অপহৃত হলেন, বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালেক এর পুত্র মো: দেলোয়ার (২৫)।
বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, সকালে ৩জন কৃষক পাহাড় চন খলায় কাজ করতে যায়, এসময় পাহাড়ি অস্ত্রধারীরা তাদের ধাওয়া করলে দুইজন ফিরে আসে। দেলোয়ার নামের একজন কে পাহাড়ি অস্ত্রধারীরা ধরে নিয়ে যায়। তার পরিবারে চলছে কান্নার আহাজারি।
অপহরণের বিষয়ে জানতে চাইলে, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোভন সাহা বলেন, বিষয়টি শোনার পরই ঘটনা স্থলে আমাদের উদ্ধার টিম পাঠিয়েছি। এলাকার মানুষ নিয়ে আমরা পাহাড়ে ঢুকবো। তবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।#