1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে হাজারো দর্শক পরমাণু বোমা ইরানের হাতের নাগালে অর্থনৈতিক শুমারি’২৪ উপলক্ষে বাঘা উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা  বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন সার দিচ্ছে রাশিয়া সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া কিভে আমেরিকার দূতাবাস আপাতত বন্ধ! ইউক্রেনে রুশ বিমান হামলার আশঙ্কা  দুর্গাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাসিকের রাজস্ব কর্মকর্তা মনজুরুল আলমের  বিদায় সংবর্ধনা রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ১০টি চার্জার রিক্সা আটক নওগাঁ জেলা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর “সুমন” হত্যাকাণ্ডের জড়িত প্রধান আসামী বুলবুল গ্রেফতার 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মলাশা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহাদাত হোসেন, গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) থেকে……………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়, গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন, এ কে এম গালিভ খাঁন, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ। আরও ভার্চুয়ালি যুক্ত হন দেবেন্দ্রনাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা চেয়ারম্যান, মোঃ আনিসুর রহমান খাঁন, উপ-পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মোঃ সাইফুর রহমান, ইন্সপেক্টর ‘খ’ সার্কেল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ও  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমূখ।

 

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি  জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন বলেন, শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব না। মাদক নিয়ন্ত্রণ করতে সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রশাসন আছে, মাদক নিরাময় কেন্দ্র আছে, এগুলোর সাহায্যে আমরা একজন মাদকাসক্ত অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলবো।জেলা থেকে  মাদক নির্মূল করবো।

 

আনিসুর রহমান খাঁন,উপ-পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেন,  বাংলাদেশের প্রায় সকল সেক্টরের মানুষ মাদকের সাথে জড়িত। মাদকদ্রব্য সামাজিক ভাবে নিয়ন্ত্রণ করতে যে সমস্যা প্রথমে দেখা যায় সেটা হচ্ছে, কেউ আসক্ত হলে তার বাবা-মা অভিভাবক তা স্বীকার করেন না। তারা ভুক্তভোগীকে নির্দোষ বানাতে ব্যস্ত থাকেন। এই প্রশ্রয়ে সন্তানরা আরও বেপরোয়া হয়ে উঠে। এটা রোধ করতে হবে, নিজে ঠিক হতে হলে আগে দোষ স্বীকার করতে হবে। এই কর্মশালায় বক্তারা মাদক অপব্যবহারে বিভিন্ন দিক তুলে ধরেন।#

 

আরজা/১৩

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট