# মেহেরুল ইসলাম মোহন, লালপুর…………………………………………..
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে লালপুরে পালিত হয়েছে। বুধবার(৪ঠা জানুয়ারী-২৩) লালপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মনিরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্প অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া ) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ। এ ছাড়াও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, লালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার বানু সহ বিভিন্ন আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।#