ক্যাপশন- ভোলাহাটে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রোগী বাছাই ক্যাম্পে রোগী দেখছেন, ডাঃ বঙ্কিম চন্দ্র সরকার, পাশে ডাক্তারের সহকারী ও পরিচালক।
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি………………………………………..
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে চোখের পাওয়ার পরীক্ষা ও ছানী রোগী বাছাই ক্যাম্প শনিবার সকাল ৯টায় রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে উপজেলার ধরমপুর গ্রামের মোঃ সায়েদ আলীর ব্যক্তিগত উদ্দ্যোগে ও ইস্পাহানী ইসলামী চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল নওগাঁ শাখার ব্যস্থাপনায় এ ক্যাম্পের কাজ শুরু করে বিকাল ৩টা পর্যন্ত চলে। এ সময় ভিষন টেকনিশিয়ান ডাঃ বঙ্কিম চন্দ্র সরকার চক্ষু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থা পত্র প্রদাণ করেন।
এ সময় ক্যাম্পের পরিচালক মোঃ সাইদুর রহমান, ডাক্তারের সহকারী নাদিম হোসেন উপস্থিত ছিলেন। ১দিনের চক্ষু চিকিৎসা ক্যা¤úে শতাধিক চক্ষু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়া হয়। এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চোখের রোগীদের চোখের পাওয়ার পরীক্ষা, ছানী রোগী বাছাই, চোখে পুঁজ পড়া, পানি পড়া, চোখে মাংস বৃদ্ধি ও ন্যায্যমূল্যে সঠিক চোখের পাওয়ারের চশমা প্রদাণ করা হয়।