1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপি নেতা মানিক খানের খাদ্য সামগ্রী বিতরণ মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন কলেজ পড়োয়া ছাত্র রাকিব শিবগঞ্জ পৌরসভা ৯নম্বর ওয়ার্ডে বিএনপি গণসংযোগ ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আতাউর হোসেন মিলনের  মতবিনিময় ও লিফলেট বিতরণ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প তানোরে চুরি যাওয়া ১০ লক্ষ ৯৫ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণে ভুগছে স্থানীয়রা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ- চিলমারীতে মওলানা ভাসানী সেতুর উদ্বোধন শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     

রাজশাহীর বাঘায় দ্বিগুণ ভোটে পৌর মেয়র হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………….

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বছর শেষে ২৯ ডিসেম্বর  বৃহস্পতিবার প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন।

এই নির্বাচনে জগ প্রতীকে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আ’লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী।আর তাঁর নিকটতম বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু ৬ হাজার ১৮৭ ভোট পেয়েছেন নৌকা প্রতীকে।

 

সরেজমিন পৌর এলাকার প্রতিটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের ব্যাপক উপস্থিতি।  কেন্দ্রে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি । সকাল ১১ টার পর থেকে পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে থাকে। তবে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করায় কিছু-কিছু ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সমস্যা হওয়ায় নির্ধাতির সময়ের পরেও ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

 

বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার নজরুল ইসলাম জানান, প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে অনেক ভালো লাগলো। দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে এটি তারই উদাহরণ। তিনি পৌর সভার উন্নয়নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় বেজায় খুশি বলে অভিমত ব্যক্ত করেন।

 

এদিকে ভোট গ্রহণ উপলক্ষে পুরো-পৌর এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশা-পাশি র‌্যাব ও বিজিপির জোয়ানদের টহল দিতে দেখা গেছে। সেই সাথে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিমও কাজ করেছেন। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টুকে ৫৮৪৬ ভোটের ব্যবধারে পরাজিত করে মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। এখা মোট ভোটার সংখ্যা ছিল ৩১৬৬৯ জন।

 

“পুঠিয়ার দুই ইউনিয়নেই নৌকার বিজয়”

রাজশাহীর পুঠিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবকটিতেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার শিলমাড়িয়া ও ভালুকগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারা বিজয়ী হোন।

 

বিজয়ী প্রার্থীরা হলেন, শিলমাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও ভালুকগাছি ইউনিয়নের জিল্লুর রহমান।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)দিবাগত রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী আবু হায়াত চশমা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৪৯ ভোট।

 

এছাড়া ভালুকগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত জিল্লুর রহমান নৌকা প্রতীকে ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী একরামুল হক আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৭৬ ভোট।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট