# মোহনপুর প্রতিনিধি………………………………………
রাজশাহীর মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়ন পরিষদের কৃষ্ণপুর-ধোপাঘাটা ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমানের মৃত্যুতে আসন শূন্য হওয়ায় আজ ২৯ শে ডিসেম্বর রোজ বৃহষ্পতিবার সকাল ৮.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত ধোপাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলো ২হা:৩শ’ ৭৯। মোট ভোট প্রদান করেন ১হা: ৭শ’ ৫৬ জন,৭জন প্রার্থী প্রতিদ›দ্বীতা করেন। বিজয়ী হলেন মোরগ প্রতীকে আজিজুল ইসলাম ভোট পেয়েছেন ৪৭৯,তার নিকটতম প্রতিদ›দ্বী টিউবওয়েল প্রতীকে আনিসুজ্জামান সোহেল ভোট পেয়েছেন ৪৫২ ।
প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন পল্লীউন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান,ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা-ফাতেমাতুজ্-জোহ্রা,সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাস,নির্বাচন অফিসার লুৎফার হোসেন,অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ।#