1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ গুণী ব্যক্তিত্ব ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় : প্রধান উপদেষ্টা  গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের ইতিহাসে অনন্য সাধারণ দিন : রাষ্ট্রপতি  পোরশায় শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনার চাটমোহরে মুলগ্রাম বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক; অধিনায়কের মতবিনিময়ে লে. কর্নেল কিবরিয়া তারুণ্যের উৎসব’২০২৫ বাঘায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা রাবিতে হাজার পিচ কোরআন বিতরণ  সুশিক্ষা ছাড়া জ্ঞানার্জনের বিকল্প নেই: খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার গাইবান্ধা জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় 

রাজশাহীর পুঠিয়ায় নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরী  দুর্যোগ সহনীয় বাসগৃহ গুলো ব্যবহারের অনুপোযায়ী, নানা সয়স্যায় বসবাসকারিরা 

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: রাজশাহীর পুঠিয়া প্রধানমন্ত্রী দেয়া নির্মিত ঘর নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ।………………….. ছবি: নিজস্ব

 

আবুল কালাম আজাদ (রাজশাহী……………………………………………..

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টি-আর, কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক রাজশাহীর পুঠিয়া নির্মিত ঘর সুবিধাভোগীদের গলার কাটায় পরিণত হয়েছে। ঘর নির্মানের সময় ঠিকাদার ও প্রশাসনের অনিয়মের কারণে ঘরের মেঝে এবং বারান্দায় ইট ব্যবহার না করেই কাজ সম্পন্ন করেছেন।

 

যার ফলে  ঘরগুলোতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া জানালা দরজা নিম্ন মানের হওয়ায় ব্যবহারের অনউপযোগী হয়ে পড়েছে। এছাড়া ঘরে তীর ব্যবহার করা হয়নি। ঝড় বা জোরে বাতাস হলে সেই টিন উড়ে যাওয়ার আতংকে রয়েছে পরিবার গুলো।

 

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টি-আর, কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক ১২ টি ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে উপজেলার বারইপাড়া গ্রামের মোছাঃ মরিয়ম বেগম এর নামে একটি ঘর বরাদ্দ হয়।

 

সুবিধাভোগী মোছাঃ মরিয়ম বেগম এর ছেলে জানান, ঘর নির্মানের সময় সেই ঘরের মেঝেতে ইট ব্যবহার না করেই পলিথিন ব্যবহার করে ঢালাই কাজ সম্পন্ন করেছে। এছাড়া নিম্নমানের জানালা দরজা তৈরি করে দেয়। সে গুলো এখন আটকানো যায় না, সেগুলো ভিরে না। আর ঘরে উপরে তীর ব্যবহার করা হয়নি। শুধু বাশ দিয়ে আটকানো আছে। বর্ষার সময় ঝড় বা জোরে বাতাস হলে সেই টিন উড়ে যাওয়ার আতংকে রয়েছি তারা। বিষয়টি তদন্ত সাপেক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

 

পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, এই ঘরগুলো আমি আসার আগে হয়েছে। তবে বিষয়টি আমাদের দপ্তরের তাই সেটা আমি দেখবো।

 

রাজশাহী জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট