1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা রাবির আওয়ামী লীগপন্থী তিন কর্মকর্তা গ্রেপ্তার, ছাত্ররা তুলে দিল পুলিশের হাতে ফলো আপঃ বাঘায় নিয়োগ জালিয়াতি মামলায় সভাপতি-অধ্যক্ষ-শিক্ষকসহ তিনজন রিমান্ডে তানোরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করলেন ইউএনও লিয়াকত সালমান রাজশাহী বোর্ডের অধীনে- ১২৬৫ নম্বর পেয়েছেন বাঘা উপজেলার ঋতু বাঘায় এক প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শিক্ষককে মারপিট করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ ১৯ জুলাই  সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ভোলাহাটে জামায়াতের বর্ণাঢ্য রেলী বদরগঞ্জে পাটোয়া কামড়ি বিল ও ভাড়ারদহ বিল  পরিদর্শণ করলেন দুই উপদেষ্টা    এতিম কুলসুম  শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো আবারও রাজশাহীর শ্রেষ্ঠ ওসি হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন, চতুর্থবারের মতো সম্মাননা লাভ

আনন্দ করে ট্রাকে গরু নিয়ে যাচ্ছিলেন ঢাকায়, পেছনের ট্রাকের ধাক্কায় পরিণত হলো বিষাদে

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: আনন্দ নিয়ে নিজের পালন করা গরু ঢাকার মোহাম্মদপুরে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। একই দিকে যাওয়া একটি ট্রাক সেই আনন্দকে পরিণত করে দিল বিষাদে। সেই ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন গরু বোঝাই ট্রাকে থাকা ১জন গরু বিক্রেতা। আহত হয়েছেন চালক সহ তিনজন।

নিহত কহিনুর শেখ বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশী ফতেপুর গ্রামের  আজিমুদ্দিন শেখের ছেলে। পেশায় তিনি নিবন্ধীত জেলে। শনিবার (৩১ মে’২৫) দিবাগত রাত সোয়া ১টার সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকাগামী সার্ভিস লেন এলাকায় ঘটনা ঘটে। রোববার (১জুন’২৫) দুপুর ১টায় মরদেহ নিজ গ্রামে এনে এইদিন ৩ টায় জানাজার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের আত্নীয় দুলাল হোসেন মরদেহ নিজ গ্রামে এনে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, গরু ও সবজি মালিককে বুঝে দিয়ে ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।

জানা যায়,ঈদুল আজহা সামনে রেখে ট্রাকে(ঢাকা মেট্রো-১৬-৭৬৪০) করে কোরবানির গরু বিক্রির উদ্দেশ্য ঢাকার মোহাম্মদপুরে যাচ্ছিলেন, রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশি গ্রামের কহিনুর সেখসহ কয়েকজন। ট্রাকটি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকাগামী সার্ভিস লেনে পাকিং করাকালিন সময়ে একই দিকে যাওয়া বেপরোয়াগতির সবজি বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-১২-১৩১৩) পেছন থেকে সজোরে ধাক্কা দিলে পাকিং গরু বোঝাই ট্রাকটির পেছনের ডালা ভেঙে বুকে আঘাতপ্রাপ্ত হন কহিনুর সেখ। তাকে উদ্ধার করে কুমুদিয়া মেডিকেল হাসাপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কহিনুর সেখকে মৃত ঘোষণা করেন।

কহিনুর শেখের সাথে থাকা মোবারক হোসেন (৫৫) জানান, শনিবার রাত পৌণে ৭ টায় ককেজন মিলে নিজের পালন করা গরু বিক্রির জন্য বাঘা উপজেলার শিমুলতলা এলাকা থেকে ট্রাকে করে ঢাকার মোহাম্মদপুরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। ট্রাকটি ঢাকাগামী সার্ভিস লেনে পাকিং করে দাড়িয়ে ছিল। পেছনে ছিলাম আমিসহ দেলোয়ার হোসেন, কোহিনুর শেখ ও তার ছেলে আরিফুল। এসময় একই দিকে যাওয়া বেপরোয়া গতির সবজি বোঝাই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে গরু বোঝাই ট্রাকটির পেছনের ডালা ভেঙে কহিনুরের বুকে লেগে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি ও দোলোয়ার সহ ট্রাক চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরে অন্য ট্রাক ভাড়া করে বিক্রির জন্য গরু ঢাকা পাঠানো হয়েছে।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শাহ আলম জানান, গরু বোঝাই ট্রাকটি অবৈধ পাকিং করা ছিল। এসময় একই দিকে যাওয়া বেপরোয়া গতির অপর ট্রাকটি ধাক্কা দেওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কোন অভিযোগ না করায় কোহিনুর শেখের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাক দুটি থানা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট