1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
গোমস্তাপুরে কৃষক দলের আনন্দ মিছিল শিবগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু’ প্রতিষ্ঠানের জরিমানা খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহসুপারদের ২১ দিন ব্যাপী ট্রেনিং এর শুভ উদ্বোধন রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ পঞ্চগড়ে সেচ্ছাসেবক দলে’র নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়  অস্ট্রেলিয়ায় ইরানের রাষ্ট্রদূত বহিষ্কারের পর তেহরানের পাল্টা পদক্ষেপের প্রতিশ্রুতি  ইহুদি-বিরোধী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ৮ আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে

রাজশাহীর বাঘায় প্রতিমন্ত্রীর পাশে মাদক ও অস্ত্র মামলার আসামি, জেলার রাজনীতিতে তোলপাড়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ…………………………………….

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সেই বিতর্কিত মেয়র মুক্তার আলী ফের ভীড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পাশে। ২১ ডিসেম্বর বুধবার বাঘার একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পাশে তাকে দেখা যায়। এ নিয়ে রাজশাহীর রাজনীতিতে তোলপাড়া শুরু হয়েছে। ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে।

 

মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে রয়েছে মাদক, অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের একাধিক মামলা। বিচারাধীন এসব মামলায় দুইবার গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারেও ছিলেন মুক্তার আলী। এছাড়াও মেয়র ও দলীয় পদ থেকেও বহিস্কার হন মুক্তার আলী। তবে কয়েক মাস আগে জামিনে মুক্তি পাওয়ার পর তার মেয়র ও দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপি কার্যালয় ভবনের উদ্ভোধন করা হয়। ওই অনুষ্ঠানে যোগদেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি ওই অনুষ্ঠানে যাওয়ার পর থেকে তার পাশেই দেখা যায় মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামী মুক্তার আলীকে। এছাড়াও ওই অনুষ্ঠান শেষে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় মুক্তার আলী প্রতিমন্ত্রীর ডান পাশে ছিলেন।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, ‘‘পৌরসভার মেয়র মুক্তারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয় তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। এসব কারণে প্রতিমন্ত্রীর সাথেও মুক্তারের দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করে একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পাশে তাকে দেখা যাওয়াই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিস্মিত হয়েছে।’

 

অস্ত্র, বিস্ফোরক, মাদক ও সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারের পর মেয়র মুক্তার আলীকে আদালতে নিয়ে যাওয়া হয়।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহকারী একান্ত সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘‘বাঘা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। আর ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের পররাষ্ট্র বিষয়ক সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্নের জবাব দেন।’’

 

তিনি আরও বলেন, ‘‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকেন। এসময় প্রতিমন্ত্রীর বামে ডানে ও পিছনে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে যান। সাংবাদিকদের সাথে প্রতিমন্ত্রীর কথা বলার কোন এক সময় আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী পাশে দাঁড়ান। যেটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানতেন না এবং জানারও কথা নয়।’’

 

২০২১ সালের ১৬ জানুয়ারি বাঘা পৌরসভার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হন পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী। এর পর নির্বাচনের আগে ও পরে মুক্তার আলীর নেতৃত্বে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে পৌরসভা এলাকায়।

 

ওই বছরের ৬ জুলাই আড়ানীর এক কলেজ শিক্ষককে পেটানো ও তার বাড়িতে হামলার ঘটনায় পুলিশ মেয়র মুক্তার আলীর পিয়াদাপাড়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুক্তার পালিয়ে যান। তবে বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ এক কোটি টাকাসহ মেয়রের স্ত্রী ও ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। মুক্তারের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। এর দুদিন পর ৮ জুলাই পাবনার ঈশ্বরদীতে তিনি গ্রেপ্তার হন। ১২ জুলাই স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। এর আগে তাকে দলীয় পদ থেকেও বহিস্কার করা হয়।

 

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুল আলম বলেন, ‘‘মেয়র মুক্তার আলী বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। এ কারণে দল তাকে তাকে বহিস্কার করা হয়েছিল। তবে কয়েক মাস আগে তিনি বহিস্কাদেশ প্রত্যাহারের আবেদন করেন। এর পর তার বহিস্কাদেশ স্থগিত করা হয়েছে বলে শুনেছি। এছাড়াও তিনি মেয়রের পদও ফিরে পেয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট