নাজিম হাসান, রাজশাহী ……………………………………………
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে। ১০ ডিসেম্বর ঢাকায় দেখাবে লাল কার্ড দেখানো হবে। লাগাতার আন্দোলনে এই সরকার কোনভাবেই ক্ষমতায় থাকতে পারবে না। মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহীতে বিএনপির জনসভার প্রস্তুতি নিয়ে বিভাগীয় নেতাদের সমন্বয় সভায় এসব কথা বলেন দুলু।
বএিনপি চয়োরপারসনরে উপদষ্টো মজিানুর রহমান মনিুর সভাপতত্বিেেব অনুষ্ঠতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তনিি বলেন, র্বতমান সরকাররে দুঃশাসনরে জন্য এখন আবার নতুন করে মুক্তযিুদ্ধরে কথা ভাবতে হচ্ছ।
রাজশাহীর জনসভার পরদিন চটগ্রামে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যালেঞ্জ থাকলো পলোগ্রাউন্ডে আওয়ামীলীগের সভার তুলনায় বিএনপির রাজশাহী সভায় লোক সমাগম অনেক বেশি হবে।
তনিি আরো বলনে, আওয়ামী লীগ এতদনি বলেছে দেশে খাদ্যে স্বয়ংসর্ম্পূণ, ক্রান্তিু এখন বলছে র্দুভক্ষিরে পদধ্বনি পাওয়া যাচ্ছ।ে তাহলে উদ্বৃত্ত খাদ্য কোথায় গলে? তার মানে আগে যা তারা বলছে,ে সটো মথ্যিা বলেেছ। তৃণমূল নতো-র্কমীদরে নজিেেদর বভিদে ভুলে সরকার পতনরে জন্য একত্রতি হয়ে কাজ করার আহŸান জানয়িেেছন তনি।ি এ সভায় আরো বক্তব্য রাখেন,রাজশাহী সাবকে সটিি ময়ের মোসাদােক হোসনে বুলবুল, জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপি নেতারা সভায় উপস্থতি ছলিনে।#