1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই ঃ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রূপসায় আজিজুল বারী হেলাল সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপনে বিএনপির বিকল্প নেই: আজিজুল বারী হেলাল শিবগঞ্জে ধানের শীষের ব্যানার পুড়িয়েছে দূর্বৃত্তরা গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা:জনপ্রশাসন সচিব বাগমারায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাজনৈতিক সহনশীলতা ও গণতন্ত্র: সংঘাতমুক্ত নির্বাচনের দাবি রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর নির্বাচনী ইশতেহার ঘোষণা রূপসায় ৮ দলীয় ডে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মৌভোগ অগ্রগামী যুব সংঘ চ্যম্পিয়ন সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর মারপিটে যুবকের মৃত্যুর অভিযোগ

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী), প্রতিনিধি: রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী জেলা ও মহানগর সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনের সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশতেহার ঘোষণাকালে ড. মুহসেনী বলেন, “রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের জনগণের সামনে আমি ন্যায়, সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা ও ইসলামী মূল্যবোধভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি।” চার মূলনীতিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ড. মুহসেনী বলেন, সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা ও ইসলামী মূল্যবোধ—এই চারটি মূলনীতির ওপর ভিত্তি করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-১ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরেন্দ্র অঞ্চলের সংকট ও সমাধানের রূপরেখা ইশতেহারে ড. মুহসেনী বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, পানির সংকট, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও বেকারত্বসহ বহুমাত্রিক সমস্যায় এ জনপদ জর্জরিত। এসব সমস্যা সমাধানে জনগণকে সম্পৃক্ত করে বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন,“আমরা দুর্নীতি চাই না, বৈষম্য চাই না, বেকারত্ব চাই না। জুলুম-নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্ব।” অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নির্বাচিত হলে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাস, আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রবাসীদের কল্যাণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আলেম-উলামা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। একইসঙ্গে সকল প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি, দখলদারবাজি ও মাদকের আখড়া সমূলে নির্মূল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ভোটের মাধ্যমে নির্বাচিত হলে ইনসাফের ভিত্তিতে তানোর–গোদাগাড়ীকে ঢেলে সাজানো হবে বলেও ঘোষণা দেন।

Open photo NaN

মা ও শিশুর কল্যাণে অঙ্গীকার ড. মুহসেনী বলেন, “সুস্থ মা মানেই সুস্থ জাতি। মা ও শিশুর স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। প্রতিটি শিশুর পুষ্টি, শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করেই গড়ে তুলব মানবিক ও সমৃদ্ধ সমাজ।” ঈগল মার্কায় ভোট চেয়ে আহ্বান, ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের আহ্বান জানিয়ে তিনি তাঁর নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ঈগল প্রতীক সাহস, দৃঢ়তা, স্বাধীনতার চেতনা ও আত্মনবায়নের প্রতীক।ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে তানোর–গোদাগাড়ীজুড়ে ঈগল মার্কার পক্ষে তিনটি শ্লোগান মুখে মুখে শোনা যাচ্ছে— “আসুন বদলে যাই, বদলে দেই”, “এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার”, “দুর্নীতির দিন শেষ, গড়বো নতুন বাংলাদেশ”।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট