
নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি রূপসাঃ রূপসায় মাদকের করাল গ্রাস থেকে ফিরিয়ে এনে খেলাধুলায় মনোযোগ ও লেখাপড়ায় সুস্থ পরিবেশ গড়ার লক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সৌদিপ্রবাসী কাজী আমিনুল ইসলাম। তিনি ২৯ জানুয়ারি ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন খেলার মাঠে ও ক্লাবে প্রতি বছরের ন্যায় এবার ও খেলা ধুলার উপকরণ বিতরণ করেন।
পিঠাভোগ সার্বিক জনকল্যাণ সমিতির আয়োজনে ইউনিয়নের ২০ টি খেলার মাঠ ও বিভিন্ন ক্লাবে ফুটবল ও ক্রিকেটের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বিক জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ শেরআলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক, সমাজ সেবক গৌতম শীল, কবির মোল্লা, জীবন কুন্ডু, বিষ্ণু কুশারী, মোঃ রফিকুল শেখ, আবুল শিকদার, নাসির শেখ অমিত মজুমদার, শেখর সরকার, অমিত অধিকারী, মিলন শীল। ক্রীড়া ব্যক্তিত্ব মেহেদী হাসান, মোসলেম শেখ, আবেদুর ইসলাম, অনিন্দ্য শিল, ফাহিমুল ইসলাম, মোঃ ফারদিন ইসলাম (সাকিল) প্রমুখ।#