# রুস্তম আলী শায়ের বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান ও একাধিক ভেকু মেশিন অকেজো করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া’র এর নেতৃত্বে দুই দফায় এ অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে গণিপুর ইউনিয়নের ইসলামড়ে দুবিলা বিলে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে তমিজ উদ্দিন (পিতা: মৃত কছির), গ্রাম: গণিপুর, উপজেলা: বাগমারা, জেলা: রাজশাহীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে টপসয়েল কাটায় ব্যবহৃত ২টি ভেকু মেশিন অকেজো করা হয়।
দ্বিতীয় অভিযানে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিল এলাকায় অভিযান চালানো হয়। তবে এ স্থানে টপসয়েল কাটার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি, ফলে কাউকে শাস্তি দেওয়া সম্ভব হয়নি। তা সত্ত্বেও অবৈধ কাজে ব্যবহৃত আরও ২টি ভেকু মেশিন স্পটেই অকেজো করা হয়। প্রশাসন জানিয়েছে, কৃষি জমির উর্বর মাটি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#