# মো. সাইফুল ইসলাম শান্ত মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে টাঙ্গাইল ও মির্জাপুরের পাহাড়বাসির দীর্ঘ দিনের সমস্যা আটিয়া বন অধ্যাদেশ কাল আইন বাতিল করা হবে। পাশাপাশি পাহাড়ি এলাকার চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য একটি সরকারি হাসপাতাল নির্মান করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে বিএনপি বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে পাহাড়বাসিদের আশ্বস্ত করেন। তিনি আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের নয়টি ওয়ার্ডে একাধিক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
১৩ নং বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া, বাঁশতৈল, পেকুয়া, বালিয়াজান, পাথরঘাটা, বংশীনগরসহ বিভিন্ন পথসভায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, একটি দল স্বাধীনতার সময় ভিন্নমতের ছিল। এখন তারা নিজেদের সুর পাল্টিয়ে দেশ নিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। দেশের মানুষ তাদের কথা বিশ্বাস করে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষা, চিকিৎসাসহ নানা দিক থেকে দেশকে পিছিয়ে দিয়েছে। তারা শুধু নিজেদের জন্য টাকার পাহাড় করেছিল।
এখন তারা দেশ ছাড়া। পাহাড়বাসির উদ্দেশ্যে তিনি বলেন, আমি জানি আপনাদের আটিয়া বন অধ্যাদেশ কাল আইনের কারনে যুগযুগ ধরে নানা ভাবে হয়রানী হচ্ছেন। এছাড়া ভাল একটি সরকারি হাসপাতালের অভাবে সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আমি কথা দিচ্ছি আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে এবং আমার দল বিএনপি সরকার গঠন করলে আটিয়া বন অধ্যাদেশ কাল আইন বাতিল করা হবে এবং এলাকায় একটি সরকারি হাসপাতাল করা করা হবে।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি ডি এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শ শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম আজাহার এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।#