বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: সোমবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে চ্যানেল এস-এর শিবগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের উদ্যোগে আলোচনা সভার্্যালি ও কেক কাটার হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, উপজেলা সহকারী ভূমি অফিসার মোঃ তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহীন আক্তার, এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ আহসান হাবিব, ৭১ টিভি এ কে এস রোকন, মোহনা টিভি মো শহিদুল ইসলাম রনি, ইত্তেফাক উপজেলা প্রতিনিধি, মো সফিকুল ইসলাম, সহ প্রিন্টু ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃদ্ধ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস-এর প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত এর পথচলা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।#