1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ:
বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের এক অপরাজেয় রাজপথের নেত্রীর মহাপ্রয়াণ ঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর  সংবাদে নাচোল উপজেলা  নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া খালেদা জিয়ার লাশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার প্রস্তুতি নওগাঁর আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ​দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ‘দৈনিক সবুজনগর’ সম্পাদক মো. রোকুজ্জামান রোকন ও অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলামের গভীর শোক বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই সেনাবাহিনীর অভিযানে নওগাঁর মহাদেবপুরে  ইউপি সদস্য আটক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৪ ঈশ্বরদী আসনে ৪জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের এক অপরাজেয় রাজপথের নেত্রীর মহাপ্রয়াণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

______​ড. মোঃ আমিনুল ৥

ইসলাম ​ভূমিকা ​বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় এবং আপসহীনতার অবিনাশী প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে আজ সারা দেশ স্তব্ধ। তিনি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন এদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক অটল হিমাদ্রি। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত দেশ ও জনগণের অধিকার আদায়ে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর প্রয়াণে জাতি আজ একজন অভিভাবককে হারাল, যার শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়। ​

গৃহবধূ থেকে দেশপ্রধান: এক বৈপ্লবিক রূপান্তর ​বেগম জিয়ার জীবনকাহিনি কোনো রূপকথার চেয়ে কম নয়। এক সময় যিনি নিভৃতচারী গৃহবধূ হিসেবে সংসার সামলেছেন, সময়ের প্রয়োজনে তিনিই হয়ে উঠেছেন একটি দেশের কাণ্ডারি। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর যখন দল ও দেশ এক চরম সংকটে, তখন সাধারণ মানুষের আহ্বানে সাড়া দিয়ে তিনি রাজনীতিতে পা রাখেন। ঘরোয়া সাধারণ জীবন থেকে বেরিয়ে এসে রাজপথের আপসহীন লড়াইয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। তাঁর এই রূপান্তর বিশ্ব রাজনীতির ইতিহাসে ধৈর্য, সাহস ও নেতৃত্বের এক বিরল পাঠ। ​

স্ব-শিক্ষা ও আকাশছোঁয়া নৈতিকতা ​বেগম জিয়ার কোনো প্রথাগত উচ্চতর প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না বটে, কিন্তু তাঁর নৈতিকতা, পরিমিতবোধ এবং স্ব-শিক্ষা ছিল আকাশছোঁয়া উচ্চ মার্গের। তিনি প্রমাণ করেছেন যে, হৃদয়ের সততা এবং গভীর দেশপ্রেম থাকলে কেবল পুঁথিগত বিদ্যা ছাড়াই একটি রাষ্ট্রকে আধুনিকতার পথে সফলভাবে নেতৃত্ব দেওয়া সম্ভব। তাঁর প্রজ্ঞা এবং দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তগুলো অনেক প্রথিতযশা পণ্ডিতকেও হার মানিয়েছিল। একজন সুগৃহিণী থেকে দক্ষ রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পেছনে ছিল তাঁর প্রখর পর্যবেক্ষণ ক্ষমতা এবং এক দুর্ভেদ্য নৈতিক দৃঢ়তা। ​অহংকারহীন এক ব্যক্তিত্ব ও সাদামাটা জীবন ​বেগম খালেদা জিয়ার জীবন ছিল আভিজাত্য ও সরলতার এক অনন্য দৃষ্টান্ত।

তিনি ছিলেন একজন মেজর জেনারেল ও রাষ্ট্রপতির সহধর্মিণী, কিন্তু তাঁর ব্যক্তিগত আচরণে ক্ষমতার কোনো অহংকার বা দম্ভ কখনোই স্পর্শ করেনি। এমনকি দেশের ‘ফার্স্ট লেডি’ হিসেবেও তিনি যে অত্যন্ত বিনয়ী ও সাধারণ জীবনযাপন করতেন, তা এদেশের মানুষের কাছে এক অনুকরণীয় শিক্ষা। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সাথে নিজেকে একাত্ম করতে পেরেছিলেন। ​সন্তান বিচ্ছেদ ও দেশপ্রেমের চরম অগ্নিপরীক্ষা ​বেগম জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বেদনাবিধুর অধ্যায় হলো তাঁর ব্যক্তিগত ত্যাগ।

দীর্ঘ ১৭টি বছর তাঁর বড় ছেলে ও রাজনৈতিক উত্তরাধিকার তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত জীবন কাটিয়েছেন। একজন মা হিসেবে সন্তানের সান্নিধ্যের জন্য তাঁর আকুলতা ছিল অপরিসীম, কিন্তু রাজনীতির কঠিন বাস্তবতায় তিনি ছিলেন অবিচল। উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশ ত্যাগ করেননি। সন্তানের মুখ দেখার তীব্র আকাঙ্ক্ষা হৃদয়ে চেপে রেখে তিনি এদেশের মাটিকে আঁকড়ে ধরে পড়ে রইলেন। তাঁর সেই অমোঘ ঘোষণা—”এদেশে জন্মেছি, এদেশেই মরবো”—প্রমাণ করে যে, তাঁর কাছে পরিবারের চেয়ে দেশ ও মানুষের মর্যাদা ছিল অনেক ঊর্ধ্বে।

​উপসংহার: ​বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর বর্ণিল কর্মযজ্ঞ ও আপসহীন চেতনা এদেশের প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে। তিনি শিখিয়ে গেছেন কীভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে জনগণের অধিকার আদায়ে অবিচল থাকতে হয়। এদেশের মাটি ও মানুষের প্রতি তাঁর যে অসামান্য অবদান, জাতি তা চিরকাল পরম শ্রদ্ধায় স্মরণ করবে। তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করি। আপনার আদর্শ হোক আমাদের আগামীর পথচলার পাথেয়!#

.. লেখক একজন শিক্ষক কবি গবেষক ও প্রাবন্ধিক

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট