
মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে এ সভা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। সনাতন ধর্মাবলম্বীসহ সকলের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন।#